সরকারের পক্ষ থেকে স্বল্প সময়ে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় এতে স্বাক্ষর করেছে জামায়াতে ইসলামী। সনদে স্বাক্ষর করার অর্থ জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলোতে একমত পোষণ করা বলেও দেশের একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাতকারে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ হলে স্বাক্ষর প্রত্যাহারের পাশাপাশি কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন জামায়াত সেক্রেটারি।
এরইমধ্যে শেষ হয়েছে জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। তবে এখনো স্পষ্ট মীমাংসা হয়নি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে গণভোটের সময়সীমার বিষয়টি। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআরসহ ৫দফা দাবিতে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনসহ সমমনা রাজনৈতিক দলগুলো কয়েক দফায় গণসংযোগ, গণমিছিল, মানবনবন্ধনসহ নানান কর্মসূচি পালন করে।
তবে রাজপথে জুলাই সনদের আইনি ভিত্তি ইস্যুতে জামায়াতেসহ সমমনা দলগুলো নানান কর্মসূচিতে সরব থাকলেও বিষয়টি অমীমাংসিত রেখেই জুলাই সনদে জামায়াতে ও সমমনা রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করা নিয়ে জনমনে তৈরি হয়েছে নানান প্রশ্ন । তবে কি দাবী আদায়ে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েই কি জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলো জুলাই সনদে ?
এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশের একটি গণমাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাতকারে জানান সনদে স্বাক্ষর করার অর্থ হলো জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলোতে একমত পোষণ করা। এসময় তিনি জানান, সরকারের সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি গণভোটসহ তাদের দাবি পূরণে সরকারের দেয়া প্রতিশ্রুতির কথা।
এসএস/টিএ