বাংলাদেশসহ ৬ দেশে সাইবার হামলা চালাচ্ছে ‘মিস্টেরিয়াস এলিফ্যান্ট’

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নতুন সাইবার গুপ্তচরবৃত্তি অভিযান চালাচ্ছে ‘মিস্টেরিয়াস এলিফ্যান্ট’ নামে একটি হ্যাকার গ্রুপ। যারা বাংলাদেশসহ ৬ দেশে সাইবার হামলা চালাচ্ছে। বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাস্পারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম চলতি বছরের শুরুর দিকে গ্রুপটির কার্যক্রম শনাক্ত করেছে।

রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে ক্যাস্পারস্কি জানায়, এই হ্যাকার গ্রুপ বিভিন্ন সরকারি দফতর ও পররাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সংবেদনশীল তথ্য চুরি করছে। টার্গেট দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও আশপাশের আরও কয়েকটি দেশ। চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে অফিসিয়াল নথি, ছবি, আর্কাইভ ফাইল এবং হোয়াটসঅ্যাপ ডেটা।

বিবৃতিতে বলা হয়, ‘মিস্টেরিয়াস এলিফ্যান্ট’ তাদের কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। তারা এখন নিজস্বভাবে তৈরি টুলের পাশাপাশি ওপেন সোর্স সফটওয়্যার ও পাওয়ারশেল স্ক্রিপ্ট ব্যবহার করছে। এসবের মাধ্যমে তারা টার্গেট সিস্টেমে ম্যালওয়্যার স্থাপন, কমান্ড চালানো এবং বৈধ সফটওয়্যার ব্যবহার করে স্থায়ী প্রবেশাধিকার বজায় রাখছে।

গ্রুপটির অন্যতম প্রধান টুল ‘বাবশেল’, যা একটি রিভার্স শেল হিসেবে কাজ করে—এর মাধ্যমে তারা সরাসরি সিস্টেমে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে পারে। এছাড়া ‘মেমলোডার’ ও ‘হিডেনডেস্ক’ নামের মডিউল ব্যবহার করে মেমরিতে গোপনে কাজ চালায়, যাতে সিকিউরিটি সফটওয়্যার তা শনাক্ত করতে না পারে। বিশেষভাবে তৈরি মডিউল ব্যবহার করে তারা হোয়াটসঅ্যাপ ফাইল, ছবি ও ডকুমেন্ট চুরি করারও চেষ্টা চালাচ্ছে।

ক্যাস্পারস্কির জিআরইএটি টিমের প্রধান সিকিউরিটি গবেষক নৌশিন শাবাব বলেন, এই গ্রুপের অবকাঠামো এমনভাবে তৈরি, যাতে তা গোপনে কাজ করতে পারে এবং সহজে ধ্বংস না হয়। তারা একাধিক ডোমেইন ও আইপি ঠিকানা, ওয়াইল্ডকার্ড ডিএনএস রেকর্ড, ভিপিএস এবং ক্লাউড হোস্টিং ব্যবহার করছে।

তিনি আরও বলেন, বিশেষ করে ওয়াইল্ডকার্ড ডিএনএস রেকর্ডের মাধ্যমে তারা প্রতিটি রিকোয়েস্টের জন্য নতুন সাবডোমেইন তৈরি করতে পারে, যা তাদের কার্যক্রম দ্রুত বিস্তৃত করতে এবং নিরাপত্তা টিমের পক্ষে ট্র্যাক করা কঠিন করে তোলে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ২০০৮ সালে প্রতিষ্ঠিত গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম ক্যাস্পারস্কির অন্যতম মূল গবেষণা ইউনিট। এ টিম বিশ্বজুড়ে এপিটি, সাইবার গুপ্তচরবৃত্তি, র‍্যানসমওয়্যার এবং আন্ডারগ্রাউন্ড অপরাধী প্রবণতা উন্মোচনে কাজ করছে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অনেক কিছু জানি, বলতে পারতাম কিন্তু বলব না : মির্জা আব্বাস Jan 22, 2026
img
আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন Jan 22, 2026
img
ব্যাক্তিগত সহকারী থেকে ঘরের রাণী, অবিশ্বাস্য প্রেমের পরিণতি Jan 22, 2026
img

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র Jan 22, 2026
img
দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির ৩ নেতা বহিষ্কার Jan 22, 2026
img
চালুর কয়েক ঘণ্টায় বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র Jan 22, 2026
img
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন Jan 22, 2026
img
নারী-পুরুষ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ব: জামায়াত আমির Jan 22, 2026
img
সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে : মির্জা আব্বাস Jan 22, 2026
img
দিল্লিকে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা Jan 22, 2026
img
হাদি হত্যা: ৬ দিনের রিমান্ডে ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল Jan 22, 2026
img
এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 22, 2026
img
নির্বাচন ঘিরে টানা চার দিনের ছুটি Jan 22, 2026
img
মানুষ ফ্যামিলি কার্ড ও ফ্ল্যাট চায় না, নিরাপদ জীবন চায়: নাহিদ ইসলাম Jan 22, 2026
img

নারী বিশ্বকাপ বাছাই

নামিবিয়াকে ৬৪ রানে গুটিয়ে সুপার সিক্স নিশ্চিত করলো বাংলাদেশ Jan 22, 2026
img
মৌলভীবাজারে ‘প্ল্যানের একটি অংশ’ তুলে ধরলেন তারেক রহমান Jan 22, 2026
img
চট্টগ্রামে এমপি পদপ্রার্থীর গাড়িতে হামলা Jan 22, 2026
img
আমরা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাই, দল রেডি আছে: বুলবুল Jan 22, 2026
img
পুরো বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের পক্ষে: সারজিস Jan 22, 2026
img
তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দেন : তারেক রহমান Jan 22, 2026