পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেট মাঠেও। গতকাল শনিবার (১৮ অক্টোবর) পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আফগান ক্রিকেটার রশিদ খান-মোহাম্মদ নবীরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ বর্জন করেছে। এ সিরিজে শ্রীলঙ্কারও অংশে নেওয়ার কথা ছিল।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ রশিদ খান। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যায় তাকে। খেলেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হয়েও। দলটির নাম নিজের এক্স হ্যান্ডেলেও লিখে রেখেছিলেন তিনি। এবার পাকিস্তানের হামলার প্রতিবাদ জানাতে নিজের এক্স হ্যান্ডেল থেকে লাহোর কালান্দার্সের নাম মুছে দিলেন রশিদ।
এর আগে পাকিস্তানের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টে দিয়েছিলেন রশিদ। এতে তিনি লেখেন, ‘পাকিস্তানের বিমান হামলায় নারী, শিশু ও ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রিকেটারদের প্রাণহানিতে আমি মর্মাহত। যারা একদিন দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিলেন, তারা এভাবে প্রাণ হারিয়েছেন—এটা মেনে নেওয়া যায় না। বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চরম বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। এসব অন্যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা উচিত।’
পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ বর্জনের ঘোষণা দিয়ে এসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘এটি আফগানিস্তানের ক্রীড়াঙ্গন, ক্রীড়াবিদ এবং ক্রিকেট পরিবারে এক অপূরণীয় ক্ষতি। নিহতদের প্রতি সম্মান জানানোর উদ্যোগ হিসেবে, আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এসিবির এই বিবৃতিকেও সমর্থন জানিয়ে রশিদ লেখেন, ‘জাতীয় মর্যাদা ও মানুষের জীবনের চেয়ে বড় কিছু হতে পারে না। আমি এই কঠিন সময়ে আমাদের দেশের মানুষের পাশে আছি।’
গত এক সপ্তাহ ধরে সামরিক সংঘর্ষ চলছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। এরই মাঝে গত বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল দুই দেশ, যার মেয়াদ শেষ হয় গত শুক্রবার। এরপর শুক্রবার রাতেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। সেই হামলায় কবির, সিবঘাতুল্লাহ ও হারুন নামের স্থানীয় তিন ক্রিকেটার নিহত হয়।
ইএ/টিএ