নারী ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে টানা তৃতীয় হারের মুখ দেখল ভারত। রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের কাছে চার রানে হেরে সেমিফাইনালে ওঠার পথ আরো কঠিন হয়ে গেল হারমানপ্রীত কৌরের দলের জন্য।
স্বাগতিক ভারতের এটি টুর্নামেন্টে টানা তৃতীয় হার। এর আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল তারা।
তবে এখনো সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি ভারতের। ইংল্যান্ডের এই জয়ে তারা টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে। এখন বাকি রয়েছে মাত্র একটি সেমিফাইনাল স্পট, যার জন্য লড়ছে ভারত ও নিউজিল্যান্ড।
বর্তমানে পয়েন্ট টেবিলে ভারত চতুর্থ স্থানে রয়েছে, নেট রান রেটে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে।
তাই পরের ম্যাচটি দুই দলের জন্যই যেন ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’।
ভারত যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে, তবে শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার সুযোগ থাকবে। তবে হারলে পরিস্থিতি জটিল হয়ে যাবে। সে ক্ষেত্রে, ভারতকে বাংলাদেশকে হারাতে হবে এবং আশা করতে হবে যে নিউজিল্যান্ড যেন শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে।
সব মিলিয়ে, ইন্দোরের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেই নির্ধারিত হবে ভারতীয় দলের ভাগ্য। থাকছে কি তারা সেমিফাইনালের দৌড়ে, নাকি ঘরের মাঠে স্বপ্নভঙ্গ হবে আবারও।
আরপি/টিকে