ময়মনসিংহে ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভর্তি আরও ৭০

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১ মাসে হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন রোগী। এ পরিসংখ্যানে প্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এতে হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়ভাবে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ রোগীদের।

মৃত ওই যুবকের নাম ইমরান। তিনি সদর উপজেলার পশ্চিম দাপুনিয়া এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।  

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৭০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে পুরুষ ৪১ জন, নারী রোগী ২১ জন এবং শিশু রয়েছে আরও ৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন রোগী। 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে মমেক হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পার্সন ও জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মোস্তফা ফয়সাল রাহাত দেশের একটি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে ডেঙ্গু ওয়ার্ডে। এতে আক্রান্তদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। বিষয়টি নগরবাসীর জন্য অশনি সংকেত। এজন্য মশক নিধন কার্যক্রমে সিটি করপোরেশন কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন এই চিকিৎসক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মমেক হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এই পরিস্থিতি সামাল দিতে বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডের ২৪টি বেডে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু এই ২৪টি ওয়ার্ডের বিপরীতে বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৭০ জন রোগী।
 
রোগীদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরজ্ঞাম থাকলেও শয্যা সংখ্যার সংকট প্রবল। এ কারণে চিকিৎসা নিতে কষ্ট হচ্ছে রোগীদের। সেই সঙ্গে সেবা প্রদানকারী জনবলেও রয়েছে ঘাটতি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।  

ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি নগরীর বাউন্ডারী রোড এলাকার বাসিন্দা মো. জামান মিয়া বলেন, ডেঙ্গু মশা নিধনে সিটি করপোরেশনের কোনো উদ্যোগ নেই।

ফলে প্রতিদিনই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। বর্তমানের আমিসহ আমার এলাকায় প্রায় ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমি বহুতল ভবনের ৬ তলায় বাসায় থাকি, তারপরও আমার ডেঙ্গু ধরা পড়ে ৩ দিন ধরে হাসপাতালে আছি।  

নগরীর কেওয়াটখালী এলাকার আব্দুল মতিন বলেন, হঠাৎ করে শরীরে জ্বর আসে। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারি আমার ডেঙ্গু হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতের জন্য হাসপাতালের প্রশাসনিক ভবনের ৪ তলায় ডেডিকেটেড ওয়ার্ড চালুর পাশাপাশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোগীদের সার্বক্ষণিক ফলোআপে রাখা হয়েছে। এক্ষেত্রে যাদের শরীরে টানা কয়েকদিন জ্বর, সর্দি এবং ঠান্ডার সমস্যা, তারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

অন্যদিকে এডিস মশা নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে সম্প্রতি চালু করা হয়েছে ক্রাশ প্রোগ্রাম। কিন্তু নামমাত্র এই প্রোগ্রামের কোনো ফল পাচ্ছে না নগরবাসী। এ ধরনের কার্যক্রমকে সংশ্লিষ্ট প্রশাসনের দায়সারা কাজ বলেও মনে করছেন ভুক্তভোগীরা।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ বলেন, মশক নিধনে আমাদের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।

মমেক হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।

এছাড়া অক্সিজেন, স্টেরয়েড, ওষুধসহ সব ধরনের লজিস্টিক সাপোর্ট রাখা হয়েছে। আমরা রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চেষ্টা করছি।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: নাছির Jan 19, 2026
img
ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি: রিজভী Jan 19, 2026
img
রঞ্জিত-চিরঞ্জিত ও প্রসেনজিতকে চার দশক পর দেখা যাবে এক সিনেমায়! Jan 19, 2026
img
শাকসু নির্বাচন স্থগিত Jan 19, 2026
img
নেপালের বিপক্ষে জয় পেয়েছেন সাবিনারা Jan 19, 2026
img

প্রেস উইং

২০২৫ সালে ৭১ ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পেয়েছে পুলিশ Jan 19, 2026
img
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ Jan 19, 2026
img
ফের মা হওয়ার গুঞ্জনে রহস্যময় উত্তর বুবলীর! Jan 19, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা Jan 19, 2026
img
প্যান-ইন্ডিয়া ছবির শুটিংয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা প্রকাশ করলেন পূজা হেগড়ে Jan 19, 2026
img
আগামী শনিবার সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান Jan 19, 2026
img
কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ : সেনাপ্রধান Jan 19, 2026
img
সীমান্তের ওপারে স্বৈরাচারের দোসররা গণভোট নিয়ে প্রশ্ন তুলছে: উপদেষ্টা আদিলুর Jan 19, 2026
আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল Jan 19, 2026
img
প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের কারাদণ্ড Jan 19, 2026
আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল Jan 19, 2026
img
দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই: অর্থ উপদেষ্টা Jan 19, 2026
জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী মাত্র ৪ শতাংশ! Jan 19, 2026
img
দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি: উপদেষ্টা শারমীন Jan 19, 2026
img
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে Jan 19, 2026