তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে রীতিমতো রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। ফিল সল্ট ও হ্যারি ব্রুকের দুর্দান্ত ইনিংসে ভর করে ২৩৬ রানের সংগ্রহ পায় সফরকারীরা।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতোদিন সর্বোচ্চ রান খরচের রেকর্ড ছিল বাংলাদেশের বোলারদের (২০৮)। এবার ইংলিশ ব্যাটারদের কাছে তুলোধুনো হয়ে বাংলাদেশকে সেই রেকর্ড থেকে মুক্তি দিলেন কিউই বোলাররা।
সোমবার (২০ অক্টোবর) টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকে ইংলিশরা। তবে, দ্বিতীয় ওভারের শেষ বলেই ঘটে ছন্দপতন। ব্যক্তিগত ৪ রানেই বিদায় নেন ওপেনার জস বাটলার। নতুন ব্যাটার জ্যাকব বেথেলের ব্যাট হাসেনি এদিন। মাত্র ২৪ রানেই সাজঘরের পথ ধরেন তিনি।
দলীয় ৬৮ রানে ২ উইকেট হারানোর পর ফিল সল্টের সঙ্গে দলের দায়িত্ব নেন হ্যারি ব্রুক। দুজনের ১২৯ রানের পার্টনারশিপে বড় সংগ্রহের পথে এগোতে থাকে ইংল্যান্ড।
তবে দলীয় ১ রানের ব্যবধানেই বিদায় নেন সল্ট-ব্রুক। তাদের ব্যাট থেকে আসে যথাক্রমে ৮৫ ও ৭৮ রান। দুজনকেই প্যাভিলিয়নের পথ দেখান জেমিসন।
শেষ দিকে মাত্র ১২ বলে অপরাজিত ২৯ রানের টর্নেডো ক্যামিও খেলেন টম ব্যান্টন। স্যাম কারেনও অপরাজিত থাকেন ৮ রানে।
স্বাগতিকদের পক্ষে ৪৭ রানের খরচায় ২ উইকেট তুলে নেন জেমিসন। ১টি করে উইকেট নেন ডাফি ও ব্রেসওয়েল।
আরপি/টিকে