বিএনপির সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া এনসিপির জন্য সঙ্গতিপূর্ণ : জাহেদ উর রহমান

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসকে ‘রাজনৈতিক বোমা’ হিসেবে অভিহিত করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। তিনি মনে করেন, নাহিদ ইসলামের বক্তব্য সময়োপযোগী ও সঠিক।

তিনি বলেন, জামায়াত মূলত নিজেদের নির্বাচনী সুবিধা আদায়ের জন্য চাপ সৃষ্টি করছে। তাদের এই অবস্থান দীর্ঘমেয়াদে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করছে।

এনসিপির পক্ষে জামায়াতের সঙ্গে সরাসরি কোনো রাজনৈতিক ঐক্যে যাওয়া ভবিষ্যতে অকল্যাণকর হতে পারত। সেক্ষেত্রে, জামায়াতের তুলনায় বিএনপির সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া এনসিপির জন্য তুলনামূলক নিরাপদ ও নীতিগতভাবে সঙ্গতিপূর্ণ।

নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এসে এ বিষয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, এনসিপির এই সিদ্ধান্ত দেরিতে এলেও তা দলটির ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হবে।

এনসিপি যদি সত্যিই বিএনপির বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ।

জাহেদ উর রহমান উল্লেখ করেন, গতকাল রবিবার (১৯ অক্টোবর) দেওয়া নাহিদ ইসলামের স্ট্যাটাসটি ছিল ইংরেজিতে। এতে জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও কার্যক্রমকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে উল্লেখ করা হয়। জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আন্দোলনে যুক্ত হয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।

পোস্টে নাহিদ আরো বলেন, জামায়াত কখনোই সংস্কার আন্দোলনে কার্যকরভাবে যুক্ত হয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এমনকি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিও তাদের কোনো স্পষ্ট অঙ্গীকার নেই। তিনি আরো দাবি করেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়ায় হঠাৎ যুক্ত হয়ে জামায়াত মূলত একটি রাজনৈতিক নাশকতা চালিয়েছে, যা একটি বৃহত্তর প্রতারণার অংশ। স্ট্যাটাসে আরো বলা হয়, আল্লাহ ও বাংলাদেশের জনগণ কখনোই নৈতিকভাবে দেউলিয়া, অসৎ এবং সুযোগসন্ধানী কোনো শক্তিকে ক্ষমতায় আসার সুযোগ দেবে না।

এই বক্তব্যে জামায়াতের প্রতিক্রিয়া এসেছে দ্রুতই। একটি বিবৃতিতে তারা জানিয়েছে নাহিদ ইসলামের মন্তব্য ‘অস্পষ্ট ও বিভ্রান্তিকর’।

দলটি দাবি করে, প্রস্তাবিত পিআর ব্যবস্থা প্রসঙ্গে জামায়াতের অবস্থান সুস্পষ্ট এবং গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিশীল। বিবৃতিতে আরো বলা হয়, জাতি এই ধরনের বালখিল্য মন্তব্য প্রত্যাশা করে না।

জাহেদ উর রহমান বলেন, নাহিদ ইসলামের স্ট্যাটাস বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে, যার প্রভাব আগামী রাজনীতিতে স্পষ্ট হয়ে উঠবে।

এনসিপির উচিত হবে জামায়াতের মতো দল থেকে দূরে থাকা। জামায়াত একটি শরিয়া-ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখালেও বাংলাদেশের সাধারণ জনগণ এতটা কট্টর অবস্থান সমর্থন করে না।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অ্যাডিলেড টেস্টে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে ২ দল Dec 17, 2025
img
ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন লুইস এনরিকে ও সারিনা উইগম্যান Dec 17, 2025
img
আগামী ২৫ ডিসেম্বর দেশে চলে যাচ্ছি, ইনশাআল্লাহ : তারেক রহমান Dec 17, 2025
img
গোপনে বিয়ে করলেন 'খুকুমণি' দীপান্বিতা রক্ষিত Dec 17, 2025
img
চলে গেলেন বিমান বাংলাদেশের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আইয়ুব আলী Dec 17, 2025
img
ফিফা বর্ষসেরা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা ও হান্নাহ হ্যাম্পটন Dec 17, 2025
img
চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন মানিক Dec 17, 2025
img
ওসমান হাদির ঘটনায় শুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার Dec 17, 2025
img
চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: শারমীন মুরশিদ Dec 17, 2025
img
ওসমান হাদীকে হত্যাচেষ্টা : ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি Dec 17, 2025
img
পুরনো অপর্ণা দিতিপ্রিয়াকে কটাক্ষ, বাড়াবাড়ি করে ফেললেন জিতু? Dec 17, 2025
img
নাঈম শেখের দুর্দান্ত ইনিংসে মিরাজের দলের কাছে হারল শান্তরা Dec 17, 2025
img
জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অন্তত ১২ Dec 17, 2025
img
গ্রিনের পর পাথিরানাকেও দলে টানল কলকাতা Dec 17, 2025
img
এশিয়া কাপের সেমিফাইনালে ভারত ও পাকিস্তান Dec 17, 2025
img
ফিফা দ্য বেস্ট ফুটবলার পুরস্কার জিতলেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে Dec 17, 2025
img
ওসমান হাদিকে গুলি : মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেপ্তার Dec 17, 2025
img
হাদির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করেছে সিটিটিসি Dec 17, 2025
img
জামায়াতে ইসলামীতে রাজাকার ছিল ৩৬ জন: দেলাওয়ার হোসেন Dec 17, 2025
img
'রাজাকার’ স্লোগান দিয়ে বিএনপির হামলা, অভিযোগ জামায়াতের Dec 17, 2025