বাংলাদেশের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন। সোমবার রাতে ঢাকায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
ওয়েস্ট ইন্ডিজের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আকিল আজ রাতেই ঢাকায় এসে ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন।’ প্রথম ওয়ানডেতে ৭৪ রানের পরাজয়ের পর দলে পরিবর্তন আনে ক্যারিবীয়রা। স্পিন সহায়ক মিরপুরের উইকেটে স্পিন আক্রমণ জোরদার করতেই হোসেনকে দলে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের স্কোয়াডে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে যুক্ত করেছে। শনিবার অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে স্পিনাররাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন। ধীর ও টার্নিং উইকেটে দুই দলের স্পিনাররা দারুণ কার্যকর ভূমিকা রাখেন।
ওয়েস্ট ইন্ডিজের খারি পিয়েরে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন, অফ স্পিনার রোস্টন চেজ শিকার করেন ২টি উইকেট। অন্যদিকে বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও তানভীর ইসলাম ছিলেন দুর্দান্ত। দুজন মিলে নেন ৮ উইকেট, যা ৭৪ রানের জয়ের ভিত্তি গড়ে দেয়।
এদিকে ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার র্যামন সিমন্ডস পেয়েছেন প্রথম ওয়ানডে দলে ডাক। তিনি এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে ফাস্ট বোলার জেডিয়াহ ব্লেডস ও শামার জোসেফ ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়ে দেশে ফিরে যাচ্ছেন। অন্যদিকে অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার আগামী ২১ অক্টোবর ঢাকায় পৌঁছে বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি পর্বে যোগ দেবেন দলের সঙ্গে।
এসএস/এসএন