বিএনপি বিভাজন বা অনৈক্যের রাজনীতি নয়, বরং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০শে অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দীপাবলি উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 'কিছু মানুষ চেষ্টা করছে ৭১ ও ২৪ এর ঐক্যে ভাঙন ধরাতে।' কিন্তু বিএনপি প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি চায় না বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাইরের কিছু মানুষ ও দেশ এবং কিছু গণমাধ্যম বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে নানা মিথ্যা প্রচারণা চালায়। বিএনপি এই ধারণা ভেঙে দিতে চায়।
এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, তারা যেন সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো হয়রানি বা সমস্যার কারণ না হয়। অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সম্প্রদায়ের ৫০ জন বিএনপিতে যোগদান করেন।
আইকে/ টিএ