বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাশে দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা না দাঁড়ানোয় হতাশা প্রকাশ করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা ও সংহতি জানিয়ে বক্ততৃায় এ হতাশা প্রকাশ করেন তিনি।
নুর বলেন, ‘শিক্ষকদের আন্দোলনে কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে না তা নিয়ে আমি হতাশ। শিক্ষকরা আমাদের গুরু, জাতির মেরুদণ্ড গড়ার কারিগর, অথচ তাদের এমন কঠিন সময়ে শিক্ষার্থীরা পাশে নেই–এটা বেদনাদায়ক।’
শিক্ষকদের দাবির যৌক্তিকতা তুলে ধরে গণ-অধিকার পরিষদ সভাপতি বলেন, ‘শিক্ষকদের বেতন ন্যূনতম ২০ হাজার টাকা হওয়া উচিত এবং তাদেরকে প্রথম শ্রেণিতে উন্নীত করা দরকার। শিক্ষকদের দাবিগুলো যদি অযৌক্তিক হতো, তাহলে কেউ একাত্মতা ও সংহতি জানাতো না।’
নুর বলেন, এই সরকার তো পাঁচ বছর ক্ষমতায় থাকবে না, তাহলে কেন শিক্ষকদের এই ন্যায্য দাবি মানছে না? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে কি না–এমন শঙ্কাও প্রকাশ করেন তিনি। শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে গণ-অধিকার পরিষদের সভাপতি আশ্বাস দেন, শিক্ষকরা যদি চান, তাহলে কাল থেকেই দলটির নেতাকর্মীদের নিয়ে শিক্ষকদের এই অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন।
ইউটি/টিএ