বিশ্বকাপে নারী ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয়ভাবে পরাজিত হয়েছে। বাহরাইনে এশিয়ান যুব গেমসে বাংলাদেশ পুরুষ কাবাডি দল আবার শ্রীলঙ্কাকে হারিয়েছে। বাংলাদেশ ৫১-৪০ পয়েন্টে শ্রীলঙ্কাকে পরাজিত করে।
পুরুষ কাবাডিতে সাতটি দেশ অংশগ্রহণ করছে। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচের পর শীর্ষ চার দল পদক পাবে। বাংলাদেশ গতকাল (রোববার) প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল। কাল রাতে আরেক ম্যাচে ইরানের বিপক্ষে জিতেছিল। আজ তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে পদকের লড়াইয়ে রয়েছে।
পুরুষ দল তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচই জিতেছে। নারী দল এখনো জয়ের দেখা পায়নি। গতকাল ভারতের বিপক্ষে হারের পর আজ থাইল্যান্ডের বিরুদ্ধেও পরাজিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ৩৮-৩০ পয়েন্টে হারিয়েছে থাইল্যান্ড।
পুরুষ ইভেন্টে সাত দল অংশগ্রহণ করলেও নারী ইভেন্টে মাত্র ৫ দল। ৫ দলের মধ্যে শীর্ষ চারে থাকতে পারলেই ব্রোঞ্জ নিশ্চিত। আগামীকাল নারী দল শ্রীলঙ্কাকে পরাজিত করতে পারলে পদক পাওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকবে। পুরুষ দল কাল খেলবে থাইল্যান্ডের বিপক্ষে।
যুব এশিয়ান গেমসে বাংলাদেশ ১৩ ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে। পদকের বাস্তবিক সম্ভাবনা মূলত কাবাডিতেই।
পিএ/টিএ