সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ সব ধরনের আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি–রপ্তানি কার্যক্রম চালু হবে, জানান তিনি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, ‘ভারতে কালীপূজার ছুটির কারণে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।’
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘ছুটির কারণে আজ কোনো পণ্য আমদানি–রপ্তানি হচ্ছে না। তবে ভারত থেকে আসা খালি ট্রাক ফেরত পাঠানোর জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা আছে।’
দেশের অর্থনীতিতে বেনাপোল স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারত থেকে বাংলাদেশে আমদানি করা মোট পণ্যের প্রায় ৮০ শতাংশই এ বন্দর দিয়ে আসে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আমদানির সুযোগ এবং কলকাতা থেকে বেনাপোলের দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার হওয়ায় এটি ব্যবসায়ীদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্থলবন্দর।
তবে ধর্মীয় উৎসবের কারণে যখন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে, তখন শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস খাত ও বাজার ব্যবস্থায় এর প্রভাব পড়ে। দুই দেশের বন্দরে শত শত ট্রাক পণ্য নিয়ে অপেক্ষায় থাকে, যার মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, পচনশীল পণ্য ও রপ্তানিযোগ্য মালামাল থাকে।
কেএন/টিকে