শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে আগামীকাল বুধবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে একটি যুক্তিনির্ভর, গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতির সূচনা করবো এমন প্রতিশ্রুতি নিয়েছিলাম। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি নির্বাচন করে, যারা তাদের সমস্যা ও দাবিদাওয়া কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন। ফলে শাকসু ছাড়া শিক্ষার্থীদের পক্ষে বৈধ প্রতিনিধিত্ব অসম্ভব। একই সঙ্গে শাকসু সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।
তারা আরও বলেন, এই লক্ষ্য সামনে রেখে আমরা শান্তিপূর্ণভাবে একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শাকসু নির্বাচনের দাবি জানিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে, বারবার মৌখিক আশ্বাস দিলেও প্রশাসন আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
শিক্ষার্থীরা জানান, এই দীর্ঘসূত্রিতার প্রতিবাদে গত ১৯ অক্টোবর তারা মানববন্ধনের মাধ্যমে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য। তবে নির্ধারিত সময় অতিবাহিত হলেও প্রশাসন এখনও পর্যন্ত কোনো রোডম্যাপ ঘোষণা করতে পারেনি।
তাদের ভাষ্যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৪-এর গণ-আন্দোলনের চেতনা ও শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। এক বছর পার হলেও প্রশাসন এখনো কার্যকর ও গণতান্ত্রিক ছাত্র রাজনীতির পরিবেশ নিশ্চিত করতে পারেনি।
এই প্রেক্ষাপটে উপস্থিত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন বিভাগের সচেতন শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোরালোভাবে দাবি জানিয়েছেন শাকসু নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে।
এসএস/এসএন