বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে এয়ারবাসের আরেক উড়োজাহাজ, যার আসন রয়েছে ৪৩৬টি।
মঙ্গলবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে এ ৩৩০-৩০০ মডেলের উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউএস-বাংলা বলছে, স্পেনের ট্যুরেল থেকে আসা উড়োজাহাজটি এদিন সকাল সাড়ে ৮টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যতে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা রুটে ফ্লাইট পরিচালিত হবে।
ইউএস-বাংলার বহরে বর্তমানে তিনটি এ ৩৩০-৩০০ এয়ারবাস, নয়টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০সহ সবমিলিয়ে ২৫টি উড়োজাহাজ রয়েছে। উড়োজাহাজের সংখ্যার বিচারে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে আসছে।
আরপি/টিএ