পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার। দেশটির সঙ্গে অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় সরকার সামনে এগোচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
শিগগিরই ঢাকা সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের অর্থমন্ত্রী। তার সফর সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই। সেই স্বাভাবিক সম্পর্কের মধ্যে তো এ ধরনের সফর অন্তর্ভুক্ত। তারা যদি সফরে আসে আমরা স্বাগত জানাবো, এটাই স্বাভাবিক এবং আমরা তাই করছি।
তিনি আরও বলেন, আমরা চাই পাকিস্তানের সঙ্গে আমাদের অর্থনৈতিক সহযোগিতা বাড়ুক। যেটা অনেকটা একতরফাভাবে আটকে রাখা হয়েছিল অনেকদিন। স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের স্বার্থ আছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং সেটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। আমার মনে হয়, আমরা সেভাবে এগোচ্ছি।
তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের কাছে ঋণ সহায়তা চেয়েছে সরকার। এ ব্যাপারে কোনো অগ্রগতি আছে কি-না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এই মুহূর্তে আমার কাছে কোনো আপডেট নেই।
ইউটি/টিএ