সুপার ওভারে ১ রানে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। এতে তিন ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখল তারা। আগামী ২৩ অক্টোবর তাই শেষ ওয়ানডেটি অঘোষিত ফাইনাল।
সুপার ওভারে ১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো পেয়েছিল বাংলাদেশ।
কিন্তু জয়ে রাঙাতে পারেননি সৌম্য সরকার-সাইফ হাসানরা। বরাবরের মতোই তীরে এসে তরি ডুবেছে বাংলাদেশের। গতকাল নারী বিশ্বকাপেও শেষ ওভারে এভাবে তরী ডুবায় বাংলাদেশের মেয়েরা।
বোলার আকিল হোসেন প্রথম বৈধ বল করতে এসে দেন ওয়াইড।
পরে আবার নো বল করেন। সেই বলে ডাবল নেন সৌম্য। তবে ফ্রি হিট বলে এক রানের বেশি নিতে পারেননি বাঁহাতি ওপেনার। ফিরতি বলে সাইফ হাসানকে ডট দিয়ে কামব্যাক করেন আকিল।
চতুর্থ বলে সৌম্যকে বাউন্ডারি লাইনে ক্যাচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের দিকে জয়ের পাল্লা ভারী করেন বাঁহাতি স্পিনার।
পঞ্চম বলে লেগবাই হলে শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৪ রানের। ওভারে শেষ বল করার আগে আবর ওয়াইড দেন। তবে ১ বলে ৩ রানের সমীকরণে ঠিকই ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জেতান আকিল। কেননা শেষ বলে সাইফ হাসান একটা রানই নিতে পারেন।
এতে ১ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
সুপার ওভারে ১০ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ওভারের শুরুটা ভালোই করেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলে এক রান দিলেও ফিরতি বলে শেরফান রাদারফোর্ডকে আউট করেছিলেন বাঁহাতি পেসার। চতুর্থ বলেও প্রায় ব্র্যান্ডন কিংকে আউটই করেছিলেন তিনি। যদি কাভারে ঠিকমতো ক্যাচটা নিতে পারতেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু সুযোগটা হাতছাড়া করেন। শেষ বলে ৪ মেরে ওয়েস্ট ইন্ডিজকে ১০ রানের সংগ্রহ এনে দেন শাই হোপ।
এর আগে শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষ ৬ বলে ৫ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। আর বাংলাদেশের দরকার ২ উইকেট। সাইফ হাসান প্রথম দুই বলে আকিল হোসেনকে ডট দিলে ম্যাচ যায় জমে। তৃতীয় ও চতুর্থ বলে সিঙ্গেল নিলে সমীকরণ দাঁড়ায় ২ বলে ৩ রান।
পঞ্চম বলে আকিলকে বোল্ড করেন বাংলাদেশের অফস্পিনার। এতে শেষ বলে ৩ রানে ব্যাটিং করতে নেমে ক্যাচ তুলে দিয়েছিলেন খারি পিয়েরে। কিন্তু স্কয়ার লেগের দিকে দৌড়েও বাঁহাতি ব্যাটারের ক্যাচ তালুবন্দী করে পারেননি উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। বিপরীতে ডাবল নিয়ে ম্যাচকে সমতায় ফেরান হোপ ও পিয়েরে।
টস জিতে রিশাদ হোসেনের শেষ মুহূর্তের ঝড়ে ৭ উইকেটে ২১৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। তার ১৪ বলে ৩৯ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংসের বিপরীতে সর্বোচ্চ ৪৫ রান করেন সৌম্য। লক্ষ্য তাড়া করতে নেমে হোপের লড়াকু ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজও সমান ২১৩ রান করে।
আইকে/ টিএ