শিক্ষকদের অবহেলা করে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয় : মুজিবুর রহমান

শিক্ষকদের অবহেলা করে কোনো দেশ বা সমাজের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডের মূল ভিত্তি হলো শিক্ষক সমাজ। মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকরা জাতি ও সমাজ গঠনে অনন্য ভূমিকা পালন করেন। তাদের অবহেলা করে কোনো দেশ বা সমাজের উন্নয়ন সম্ভব নয়।

মঙ্গলবার(২১ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে শিক্ষক নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের মাধ্যমে আংশিকভাবে দাবি আদায় করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং আন্দোলনকারী সব শিক্ষককে আন্তরিক অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এবিএম ফজলুল করিম, জামায়াতের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য অধ্যক্ষ মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. রবিউল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক আ. জ. ম. কামাল উদ্দিন, মাদরাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর মাতব্বর, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, প্রাইমারি শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. সাখাওয়াত হোসাইন, মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি মো. নূরুল আমিন হেলালী, সহ-সভাপতি রকিবুল হাসান ও মো. মিজানুর রহমান মাহীন, সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান হানিফ, প্রেসিডিয়াম সদস্য আবু তালেব সোহাগ, সদস্য আমযাদ হোসেন, হাবিবুল্লাহ, তোফাজ্জল হোসাইন এবং ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি গোলাম আযম প্রমুখ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষকরা যাতে সমাজে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে জন্য তাদের প্রথম শ্রেণির নাগরিকের মর্যাদা দিতে হবে। 

তিনি বলেন, উন্নত দেশগুলোতে জাতীয় বাজেটের গড়ে ৭ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া হয়, অথচ আমাদের দেশে তা মাত্র ১.৬৭ শতাংশ- যা জাতির জন্য লজ্জাজনক। আগামী বাজেটে অন্তত ৩ থেকে ৪ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ রাখার দাবি জানান তিনি।

জামায়াতের নায়েবে আমির বলেন, শিক্ষকদের প্রকৃত মর্যাদা দিতে হলে শিক্ষাব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে এবং শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যের অবসান ঘটাতে হবে। পাশাপাশি শিক্ষকদের খাবার, পোশাক, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা দিতে হবে।

তিনি জানান, দেশে প্রায় ৬ লক্ষাধিক শিক্ষক দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আংশিকভাবে আদায় করেছেন। এ আন্দোলনে জামায়াতে ইসলামীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ যে সমর্থন ও সহযোগিতা দিয়েছেন, তার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষক প্রতিনিধিদের পক্ষে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, শিক্ষকদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আমরা ৬ লাখ শিক্ষকের পক্ষ থেকে জামায়াতে ইসলামী ও নেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তিনি শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন ও সহযোগিতা প্রদানকারী সব রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি-পেশার নেতা, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
তালেবান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি অস্ট্রেলিয়ার Dec 06, 2025
img
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস Dec 06, 2025
img
বিপিএলে রংপুরের হয়ে খেলবেন ইংলিশ ওপেনার মালান Dec 06, 2025
img
পেছাল মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন Dec 06, 2025
img
পুঁজিবাজারে সাপ্তাহিক গড় লেনদেন কমেছে ২২ শতাংশ Dec 06, 2025
img
‘ভিডিও বউমা’ শেষে বড়পর্দায় প্রত্যাবর্তন আরিয়ানের Dec 06, 2025
img
জোট নয়, একাই নির্বাচন করব: হাসনাত আবদুল্লাহ Dec 06, 2025
img
সিলেটে আজ জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ Dec 06, 2025
img
সারাদেশে আগামী ৫ দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে Dec 06, 2025
img
গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে ড্র নিয়ে বাঁচল ওয়েস্ট ইন্ডিজ Dec 06, 2025
img
আমি বিবাহ নিশ্চিত বা অস্বীকার করতে চাই না: রাশমিকা মান্দানা Dec 06, 2025
img
জন্মগত নাগরিকত্ব, সর্বোচ্চ মার্কিন আদালতে মামলার শুনানি Dec 06, 2025
img
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন আন্দ্রে রাসেল Dec 06, 2025
img
ইসিকে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেওয়ার আহ্বান নাহিদের Dec 06, 2025
img
নাগা চৈতন্য-সোভিতার প্রথম বিবাহ বার্ষিকীর উষ্ণতা প্রেমের মুহূর্ত ভাইরাল Dec 06, 2025
img
নির্বাচন বানচাল করতে কুচক্রী মহল ১/১১ ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত : রাশেদ খান Dec 06, 2025
img
হ্যাম্পশায়ারের প্রধান কোচের দায়িত্বে রাসেল ডমিঙ্গো Dec 06, 2025
img
মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ Dec 06, 2025
img
বগুড়ায় ‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা Dec 06, 2025
img
পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার Dec 06, 2025