বিরতির পর যেন অন্য চেহারায় দেখা দিল আর্সেনাল। তাদের ১৩ মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে গেল আতলেতিকো মাদ্রিদ। ভিক্তর ইয়োকেরেসের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় পেল মিকেল আর্তেতার দল।
ঘরের মাঠে মঙ্গলবার রাতে ৪-০ গোলে জিতেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির অন্য দুটি গোল করেছেন গাব্রিয়েল মার্তিনেল্লি ও গাব্রিয়েল মাগালিয়াইস।
গোলের মতো অন্য সব সূচকেও এগিয়ে ছিল আর্সেনাল। ৫১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৯ শট নেয় আর্তেতার দল, এর আটটি ছিল লক্ষ্যে। অন্য দিকে আতলেতিকোর ১১ শটের কেবল একটি ছিল লক্ষ্যে।
পঞ্চম মিনিটে প্রথম বড় সুযোগ পায় আর্সেনাল। এবেরেচি এজের শট একজনের গায়ে লেগে ফেরে ক্রসবারে ছুঁয়ে। ফিরতি বলে ডেক্লান রাইসের শট বেরিয়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।
২৫তম মিনিটে ডি বক্সের বাইরে গিয়ে বল ক্লিয়ার করার চেষ্টায় বিপদ প্রায় ডেকে এনেছিলেন দাভিদ রায়া। সতীর্থের দ্রুত থ্রোয়ে জুলিয়ানো সিমিওনে যখন বল পান, তখনও পোস্ট থেকে অনেক দূরে ছিলেন আর্সেনাল গোলরক্ষক। তবে তার ভাগ্য ভালো দুরূহ কোণ থেকে সিমেওনের বাঁকানো শট ফাঁকা জালে জড়ায়নি, বল বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।
৩৬তম মিনিটে বুকায়ো সাকার ক্রসে খুব কাছ থেকে জালে বল পাঠান মার্তিনেল্লি। তবে ব্রাজিলের এই ফরোয়ার্ড নিজেই অফসাইডে থাকায় গোল মেলেনি।
৪৫তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক লক্ষ্যে রাখতে পারেননি আতলেতিকোর হুলিয়ান আলভারেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে খুব কাছ থেকে হেড ক্রসবারের ওপর দিয়ে পাঠান আর্সেনালের মার্তিনেল্লি, সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর একটুর জন্য জালের দেখা পাননি আলভারেস। ৫০তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে তার গতিময় বাঁকানো শট ব্যর্থ হয় ক্রসবারে লেগে।
সাত মিনিট পর এগিয়ে যায় আর্সেনাল। রাইসের ফ্রি কিকে ছুটে গিয়ে হেডে অনায়াসে জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস।
৬৪তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান মার্তিনেল্লি। মাইলস লুইস-স্কেলির কাছ থেকে ডি বক্সের ভেতরে বল পেয়ে প্রথম স্পর্শে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
আতলেতিকো এই ধাক্কা সামাল দেওয়ার আগেই জোড়া গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেন ইয়োকেরেস।
৬৭তম মিনিটে একটি ক্রসে এজে ঠিকঠাক শট নিতে না পারলে বল পেয়ে যান ইয়োকেরেস। সঙ্গে লেগে থাকা খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে জালে বল পাঠান তিনি। মধ্য সেপ্টেম্বরের পর এটাই ক্লাবের হয়ে তার প্রথম গোল।
পরের গোলের জন্য তার অপেক্ষা করতে হয় স্রেফ কয়েক মিনিট। ৭০তম মিনিটে রাইসের কর্নারের গোলমুখে হেড করেন মাগালিয়াইস।
আতলেতিকোর এক খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে শরীর দিয়ে কেনোমতে জালে বল পাঠান ইয়োকেরেস।
টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে আপাতত তিনে আছে আর্সেনাল। গোল পার্থক্যে তাদের চেয়ে এগিয়ে থেকে যথাক্রমে প্রথম দুটি স্থানে আছে গত আসরের দুই ফাইনালিস্ট পিএসজি ও ইন্টার মিলান।
তিন ম্যাচে দ্বিতীয় হারের পর ১৮ নম্বরে নেমে গেছে আতলেতিকো।
এমআর