আদালতের আদেশ অমান্য করে ‘আম আদমী’ নামক রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি না করায় প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই লিগ্যাল নোটিশ পাঠান। তিনি দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে আদালত অবমাননার আবেদন করা হবে।
এই আইনজীবী বলেন, আমি মো. ইউনুস আলী আকন্দ নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গত ২২ জুন আবেদন দাখিল করিতে নির্বাচন কমিশনে উপস্থিত হই। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার আবেদন গ্রহণ না করে ফেরত দেয়। পাঁচ হাজার টাকা ট্রেজারি চালান না করে সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখা থেকে পাঁচ হাজার টাকার পে-অর্ডার নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে জানায়, ট্রেজারি চালান ব্যতীত পে-অর্ডার গ্রহণ করা হবে না।
তিনি বলেন, আমার মতে পে-অর্ডার ও ট্রেজারি চালানে বরাবর সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন লেখা আছে। আইন মতে সচিবের নামে সরকারি কোষাগারে টাকা জমা হলেই হলো। আরপিও মতে গণবিজ্ঞপ্তির আগে বা পরে রাজনৈতিক দল গঠনের নিবন্ধনের দরখাস্ত জমা নিতে পারে। তাই আরপিও ও সংবিধান অনুযায়ী নতুন করে পাঁচ হাজার টাকা ট্রেজারি চালানসহ বা উক্ত পে-অর্ডারসহ আমার নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন দাখিল করার অধিকার আছে।
‘অতএব, ৬০৫২/২০২৫ রিট পিটিশনের গত ২৭ আগস্টের আদেশ অনুসারে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গত ২২ জুনের পে-অর্ডার (৩২৯৫৩৮৭, সোনালী ব্যাংক লি, সুপ্রিম কোর্ট শাখা) বা নতুনভাবে পাঁচ হাজার টাকার ট্রেজারি চালান গ্রহণ করার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি।’
টিজে/এসএন