সহকর্মীদের সঙ্গে মিলিয়ে আমার অশ্লীল ভিডিও বানানো হয়েছে : জুমা

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে লড়ে বিজয়ী হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। প্রচারণার সময় রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি শুধু সাইবার হয়রানির শিকারই হননি, পেয়েছেন গণধর্ষণের হুমকি। চরিত্রহননের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার এআই-জেনারেটেড ছবিও।

ডিসমিসল্যাবের বিশ্লেষণে দেখা যায়, জুমাকে নিয়ে করা ১০০টি পোস্টের মধ্যে ১৫টি পোস্টেই বিভিন্ন ধরনের নেতিবাচক কমেন্ট।

তবে জুমাসংশ্লিষ্ট এসব পোস্টের সব কমেন্ট বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে বিদ্বেষ বা যৌন ইঙ্গিতপূর্ণ কমেন্ট ছিল অন্য প্রার্থীদের তুলনায় সবচেয়ে কম, ৪ শতাংশ।

এই আক্রমণগুলো শুধু তার রাজনৈতিক বক্তব্য বা দর্শনকে কেন্দ্র করে ছিল না, সরাসরি তার নারী পরিচয়কেও লক্ষ্য বানিয়ে করা হয়েছে। তাকে নিয়ে লিঙ্গ ও যৌন পরিচয়ভিত্তিক অপমান ছিল সবচেয়ে বেশি- ৬৬ শতাংশ। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একটি পোস্টের মন্তব্যে তাঁকে ‘পতিতালয়ের নর্তকী সাদিক কায়েম ফরহাদের রাতের ডিনার’ বলে আক্রমণ করা হয়।

এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের নিচে ‘শিবিরের রাতের খাবার’, ‘শিবিরের দাসী’, ‘জাশির যৌন দাসী’ এবং ‘মিয়া খলিফার (পর্নোগ্রাফিক তারকা) শিবির ভার্সন’ ইত্যাদি অবমাননাকর মন্তব্য করা হয়েছে।

অনলাইন হয়রানি জুমার ব্যক্তিগত জীবনেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডিসমিসল্যাবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাকে ভার্চুয়ালি কেউ যদি গণধর্ষণের হুমকি দেয় কিংবা আমার ফ্যামিলিকে হুমকি দেয়, সেটা তো অবশ্যই আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। আমি অনিরাপদ বোধ করি।

 এই হুমকির ভয়াবহতা এতটাই যে ডাকসু নির্বাচনের আগে তার বাবা-মা গ্রাম থেকে ঢাকায় চলে আসতেও বাধ্য হয়েছিলেন বলে জানান জুমা।

আক্রমণের মাত্রা নতুন রূপ নেয় যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার সম্পাদিত ছবি ছড়ানো হয়। ডিসমিসল্যাবের বিশ্লেষণ করা কমেন্টগুলোতেও দেখা গেছে এমন কিছু সম্পাদিত ছবি। জুমা বলেন, ‘আমার ডিপফেক বানানো হয়েছে। আমার সহকর্মীদের সঙ্গে মিলিয়েও আমার অশ্লীল ভিডিও বানানো হয়েছে।

যারা এআই সম্পর্কে জানে না, তাদের কিন্তু আমার বোঝানোর ক্ষমতা নাই।’

জুমা মনে করেন, এই আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি ‘সম্মিলিত আক্রমণ’। তার ভাষায়, ‘সবার রাজনৈতিক প্যানেল আলাদা আলাদা, কিন্তু তারা যখন আমাকে আক্রমণ করছে, তখন তারা একেবারে একসাথে ঐক্যবদ্ধ। কে কোনটা নিয়ে বলবে, এটা ঠিকঠাক করেই করছে।’

তবে এই হয়রানির বিরুদ্ধে তিনি কোনো প্রশাসনিক বা আইনি সুরক্ষা পাননি বলেও জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখতিয়ারের বাইরে বলে দায় এড়িয়েছে বলে উল্লেখ করেন জুমা। এ ছাড়া থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) কোনো অগ্রগতি জানানো হয়নি তাকে। ফেসবুক বা মেটার কাছে রিপোর্ট করেও বিকৃত ছবিগুলো সরানো সম্ভব হয়নি বলে জানান এই নারী প্রার্থী।

জুমা অভিযোগ করেন, সব রাজনৈতিক প্যানেলকে একত্রিত হয়ে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েও সাড়া পাননি। তিনি বলেন, ‘এই গালি খাওয়াটা আসলে অনেকের রাজনীতি (রাজনৈতিক অবস্থান) দাঁড় করিয়ে দেয়। আমাদের জন্য এটা হচ্ছে ট্রমাটাইজিং ব্যাপার। কিন্তু বাকিরা আগ্রহী না, কারণ এটা না করলে তাদের ওই রাজনৈতিক ফায়দাটা আসে না।’

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তেল ট্যাংকার আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা ভেনেজুয়েলার Dec 11, 2025
img
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ‘তোতা’ গ্রেপ্তার Dec 11, 2025
img
বাবাকে ছোট হতে দিতে চাননি দেব, তাই নিজের লড়াই নিজেই লড়েছেন Dec 11, 2025
img
ব্রিটিশ পার্লামেন্টে সেমিনার, আলোচনার কেন্দ্রে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন Dec 11, 2025
img
পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট Dec 11, 2025
img
আজ ঢাকার তাপমাত্রা নামলো ১৬ ডিগ্রিতে Dec 11, 2025
img
বাবা-মাকে হারানোর ব্যথাই শাহরুখের সাফল্যের শক্তি Dec 11, 2025
img
নায়িকা হওয়ার লালসা আমার নেই : অহনা Dec 11, 2025
img
সাজিদকে উদ্ধারে করা হয়েছে ৪০ ফুট গভীর গর্ত Dec 11, 2025
img
বেল্ট হাতে নায়ক, বাস্তবে নরম মানুষ রঞ্জিত Dec 11, 2025
img
অবসরের পর মেসির গন্তব্য নিয়ে বেকহ্যামের মন্তব্য Dec 11, 2025
img
মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে ২ দফায় ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট Dec 11, 2025
img
আজ ১১ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা Dec 11, 2025
img
আজ সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা Dec 11, 2025
img
বেলারুশ থেকে উড়ে আসছে বেলুন, লিথুয়ানিয়ায় জরুরি অবস্থা জারি Dec 11, 2025
img
চাঁদার দাবিতে নির্যাতনের অভিযোগে সাবেক ৩ পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Dec 11, 2025
img
‘ডিওজিই’ কিছুটা সফল কিন্তু আর এর নেতৃত্ব দেব না : ইলন মাস্ক Dec 11, 2025
img
ভেনেজুয়েলা উপকূলে ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র Dec 11, 2025
img
৩০ পর মায়ামির প্রথম ডেমোক্র্যাট মেয়র নির্বাচিত হলেন আইলিন হিগিন্স Dec 11, 2025
img
কোনো ঘটনাকেই তুচ্ছ বিবেচনা করার সুযোগ নেই : র‌্যাব Dec 11, 2025