আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের অধিকাংশ রেকর্ডই শচিন টেন্ডুলকারের দখলে। তার ধারেকাছে এখনও কেউ নেই। কিন্তু এবার এক সাবেক ক্রিকেটার দাবি করেছেন, আর একটু কম বয়সে অভিষেক হলে শচিনকে ছাপিয়ে যেতেন তিনি।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসির দাবি, শচিনের থেকে তিনি অন্তত পাঁচ হাজার রান বেশি করতে পারতেন। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় হাসির। তখন তার বয়স ছিল ২৯। দেশের হয়ে ৯ বছর খেলেছেন তিনি। মোট ১২,৪৮৮ আন্তর্জাতিক রান রয়েছে তার।
অন্যদিকে ১৬ বছর বয়সে অভিষেক হওয়া এবং ২৪ বছর দেশের হয়ে খেলা শচিনের মোট রান ৩৪,৩৫৭। অর্থাৎ, হাসির থেকে প্রায় তিন গুণ বেশি। কিন্তু তা সত্ত্বেও আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের বর্তমান কোচের দাবি, আরও আগে দেশের হয়ে খেলা শুরু করলে তিনি শচিনের থেকে অন্তত ৫ হাজার রান বেশি করতেন।
‘দ্য গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে হাসি বলেন, 'আমি একটা বিষয় নিয়ে অনেক ভেবেছি। বিশের কোঠায় অস্ট্রেলিয়া দলে সুযোগ পেলে আমি হয়তো শচিনের থেকে ৫,০০০ রান বেশি করতাম। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান আমারই হত। সবচেয়ে বেশি শতরানও আমার হত। সবচেয়ে বেশি জয়, সবচেয়ে বেশি অ্যাশেজ, বিশ্বকাপ জয়, সবই আমার হত। কিন্তু সেগুলো স্বপ্নই থেকে গেল।'
৭৯ টেস্টে হাসির রান ৬,২৩৫। গড় ৫১.৫২। ওয়ানডে ক্রিকেটে ১৮৫ ম্যাচে ৪৮.১৫ গড়ে করেছেন ৫,৪৪২ রান। দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৮টি। রান ৭২১। সব মিলিয়ে মোট ২২টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে তার। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছেন এক বার।
১৬ বছর বয়সে অভিষেক হওয়া শচিনের ২০০ টেস্টে রান ১৫,৯২১, সেঞ্চুরি ৫১টি। ওয়ানডে ক্রিকেটে ৪৬৩ ম্যাচে করেছেন ১৮,৪২৬ রান, সেঞ্চুরি ৪৯টি। সবমিলিয়ে তার আন্তর্জাতিক সেঞ্চুরি মোট ১০০টি।
এসএস/এসএন