ছেলেদের কাভা কাপ ২০২৫ ভলিবল আসরের উদ্বোধন হয়ে গেল। ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু দিনটিকে ঐতিহাসিক বলেছেন।
ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু বললেন, ‘দীর্ঘদিন ভলিবলে খেলা ছিল না। আমরা ছেলেদের কাভা কাপের মাধ্যমে মাঠে খেলা নামাতে পেরেছি। এটা বাংলাদেশ ভলিবলের জন্য ঐতিহাসিক একটি দিন। সকলের কাছে আশা করব আয়োজন সফল করতে সহযোগিতা করার জন্য।’
ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান বললেন, ‘কাভা কাপ শুধু একটি খেলা নয় এটি বন্ধুত্বের অংশ। সবাইকে এ আসর সফলভাবে শেষ করতে সহযোগিতার আহ্বান করছি।’
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের ক্রীড়াঙ্গনে অনেককিছু ভালো হচ্ছে না। ক্রিকেট-ফুটবল বা অন্যান্য খেলাগুলো দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য সম্মান বয়ে আনবে বলে আশা করছি।’
এ আসরে সেন্ট্রাল এশিয়ার ৬টি দেশ অংশগ্রহণ করছে। স্বাগতিক বাংলাদেশসহ আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, তুর্কমেনিস্তান এবং শ্রীলঙ্কা খেলবে।
আরপি/টিএ