বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক সফল ক্রিকেটারদের কাছ থেকে নেতৃত্ব নিয়ে অনেক পরামর্শ পাচ্ছেন বলে জানালেন মেহেদী হাসান মিরাজ।
‘মাশরাফি ভাই, তামিম ভাই আমাকে অনেক সাপোর্ট করছেন’
নেতৃত্ব নিয়ে বাইরের সমালোচনায় খুব একটা কান দিচ্ছেন না মেহেদী হাসান মিরাজ। বরং তিনি অনুপ্রাণিত বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের কাছ থেকে প্রেরণা পেয়ে। নেতৃত্ব নিয়ে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালদের কাছ থেকে অনেক পরামর্শ পাচ্ছেন বলে জানালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
মিরাজের ওয়ানডে নেতৃত্বের শুরু ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে। গত বছরের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব পান তিনি। পরের মাসে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবেই নেতৃত্ব দেন ওয়েস্ট ইন্ডিজ সফরে।
গত জুনে শান্তকে সরিয়ে আচমকাই এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক করা হয় মিরাজকে। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলেন তিনি বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে।
তবে সার্বিকভাবে নেতৃত্বের যাত্রা তার জন্য এখনও পর্যন্ত সুখকর নয়। ভারপ্রাপ্ত ও নিয়মিত অধিনায়ক হিসেবে ১৩ ওয়ানডেতে তিনি নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের জয় স্রেফ তিনটি। তার নেতৃত্বের নানা দিক নিয়ে সমালোচনা হচ্ছে চারপাশে, তার কর্তৃত্ব ও ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে নিয়মিতই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে মিরাজ বললেন, সময়ের সঙ্গে শিখে তিনি অধিনায়ক হিসেবে আরও পোক্ত হয়ে উঠবেন।
“এটা নিয়ে আমার তিন নাম্বার সিরিজ চলছে (নিয়মিত অধিনায়ক হিসেবে)। ওয়েস্ট ইন্ডিজে আমি অধিনায়কত্ব করেছি, তখন তো আমি (নিয়মিত) অধিনায়ক ছিলাম না। ওই সিরিজে শান্ত অধিনায়কন ছিল, ও ইনজুরিতে থাকার কারণে আমি অধিনায়কত্ব করেছিলাম। আমার জন্য অবশ্যই অনেক কঠিন ছিল, শুরুর দিকে করেছি তখন। এখন আমি যত করব (অধিনায়কত্ব), আস্তে আস্তে তত আমার অনেক কিছুতে উন্নতি হবে।”
মিরাজ জানালেন, মাশরাফি-তামিমের মতো সাবেক অধিনায়কদের সঙ্গে আলোচনা করে অনেক কিছু শিখছেন তিনি।
“আমাদের বাংলাদেশের যারা কিংবদন্তি ক্রিকেটার ছিলেন, যারা অনেক অধিনায়কত্ব করেছেন, তারা আমাকে অনেক সহায়তা করছেন এবং সত্যি কথা বলতে তারা পেছন থেকে আমাকে অনেক সাপোর্ট করছেন। বিশেষ করে যারা বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি ভাই, তিনি আমাকে অনেক সাপোর্ট করছেন এবং আমাকে বলেছেন অনেক কিছু। তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছেন, যে এভাবে এভাবে করলে ভালো হবে।”
“আপনি যদি দেখেন, তারা কিন্তু দুজনই বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। সত্যি কথা বলতে, তারা আমাকে অনেক সাপোর্ট করছেন। এই যে দুটি সিরিজে অনেক কিছু হয়েছে, তারা হয়তো কাছ থেকে দেখেছেন, অনেক কথা হয়েছে আমার সঙ্গে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে।”
টিকে/