৮-১৪ নভেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। এই সময়ের মধ্যে বাফুফে ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামেই বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এতে একই দিনে একই ভেন্যুতে আরচ্যারি ও ফুটবল ম্যাচ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই ফেডারেশন আন্তর্জাতিক মান ও নিদের্শনা বজায় রাখার শঙ্কাও জেগেছে।
আজ বিকেলে আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের সঙ্গে গুলশানে বাফুফে কয়েকজন কর্মকর্তা আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় তারা আরচ্যারি টুর্নামেন্ট দু’দিন আগে সমাপ্তের অনুরোধ জানান। সেই অনুরোধ রাখা সম্ভব নয় জানিয়েছেন আরচ্যারির সাধারণ সম্পাদক। ঐ আলোচনার পরই বাফুফে আজ রাতে আফগানিস্তান ম্যাচের সময়সূচি ফেসবুকে ঘোষণা দিয়েছে।
আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক খানিকটা বিস্ময় প্রকাশ করে বলেন, '৮-১৪ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমতি পত্র রয়েছে। আমরা জাতীয় স্টেডিয়ামেই এশিয়ান আরচ্যারি করব আজ বাফুফের সঙ্গে আলোচনায় দ্ব্যর্থহীনভাবে বলেছি। এরপরও তারা ১৩ নভেম্বর রাত আটটায় ম্যাচ রেখেছে। সূচি অনুযায়ী ঐ দিন আমাদের খেলা বিকেল চারটা পর্যন্ত চলবে। এরপর যদি রাতে তারা খেলতে পারলে খেলুক কিন্তু আমাদের ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই।'
জাতীয় স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের। তাদের বরাদ্দের ভিত্তিতেই আরচ্যারি ত্রিশটির বেশি দেশ নিয়ে এশিয়ান আরচ্যারি আয়োজন করছে। আবার এই স্টেডিয়ামের মূল ব্যবহারকারী বাফুফে ও অ্যাথলেটিক্স ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া আমিনুল এহসান বলেন, 'বিষয়টি (বাফুফের ঘোষণা) আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি।'
১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ঐ ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এটি প্রীতি ম্যাচ হওয়ায় কিছু বিষয়ে খানিকটা শীথিলতা রয়েছে। এজন্য বাফুফে আন্তর্জাতিক আরচ্যারির মধ্যেই ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে।
আরচ্যারি ফেডারেশনের সঙ্গে বাফুফের দূরত্ব নতুন কিছু নয়। দুই মৌসুম আগে প্রিমিয়ার লিগের ভেন্যু ছিল টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়াম। ঐ ভেন্যু ছিল আরচ্যারির নিজস্ব। বাফুফে আরচ্যারির সঙ্গে সমন্বয় না করেই ঐ ভেন্যুতে লিগের ম্যাচ দিয়েছিল। এরপর দুই ফেডারেশনের মধ্যে বেশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কয়েক বছর পর আবার এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের ভেন্যু নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে।
এসএস/টিএ