আওয়ামী লীগ এখন আর নেই। বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে লড়াই হবে, আর আমরা হলাম ভাই ভাই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে নোয়াখালীর সেনবাগ বাজারে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। জয়নুল আবদিন ফারুক বলেন, জামায়াতে ইসলামী আমাদের বন্ধু ছিলো, তারা অনেক অত্যাচারিত হয়েছে। কিন্তু নির্বাচনকে ঘিরে এ দল দেশে বৈষম্য সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, আমরা যেটি চাই তার উল্টোটা তারা বলে। আমরা চাই ভোট তারা চায় পিআর। দেশে একটি অস্থিতিশীল পরিবেশে তৈরি করার কারণে আমার তাদের বিরুদ্ধাচরণ করছি। জামায়াত যদি দেশের স্বার্থ বহির্ভূত কোনো কাজ করে বিএনপি তখন এর প্রতিবাদ করবে।
এ লড়াইয়ে পুরুষ ও নারীকে এক সাথে বিএনপির পাশে থাকতে হবে জানিয়ে তিনি বলেন, যে লড়াইয়ে আমার জয় লাভ করেছি কিন্তু হাসিনা দেশ ছেড়ে চলে গেছে। হাসিনা চলে গেলেও তার প্রেতাত্মা এখনও দেশে আছে।
এসএস/টিএ