লিবিয়া থেকে চার্টার ফ্লাইটে আজ ফেরত আসছে আরও ৩০৯ বাংলাদেশি

বাংলাদেশ দূতাবাস, ত্রিপলির তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ত্রিপলি থেকে স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশকারী ৩০৯ জন বাংলাদেশি নাগরিককে গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দেশে পাঠানো হয়েছে।

প্রত্যাবাসিত এসব অভিবাসী আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এটি লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট বলে জানিয়েছে ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস।

প্রত্যাবাসন কার্যক্রম উপলক্ষে রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার দূতাবাস প্রাঙ্গণে অভিবাসীদের বিদায় জানান। এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়া এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিদায়কালে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় অবস্থানরত অভিবাসীদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক নিবন্ধিত অভিবাসীদের প্রত্যাবাসনের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় লিবিয়া সরকারের সহযোগিতায় গত ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন এবং আজ দ্বিতীয় দফায় আরও ৩০৯ জন বাংলাদেশিকে দেশে পাঠানো সম্ভব হয়েছে।

রাষ্ট্রদূত অভিবাসীদের দেশে ফিরে মানবপাচার প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি অনিয়মিত উপায়ে বিদেশযাত্রার ঝুঁকি ও ভয়াবহ পরিণতি সম্পর্কে স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন এবং দালালচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সবাইকে উৎসাহিত করেন। এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

মেজর জেনারেল আবুল হাসনাত বলেন, প্রত্যেক নাগরিক দেশের সম্পদ। তাই কেউ যেন ভবিষ্যতে অবৈধ পথে বিদেশে না যায়। বরং বৈধ উপায়ে, প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গিয়ে দেশের সম্মান, মর্যাদা ও উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ দূতাবাস ও লিবিয়া সরকারের ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের ফলেই বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, প্রত্যাবাসিত বাংলাদেশিরা এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। পরবর্তীকালে দূতাবাস লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে।

একই প্রক্রিয়ায় আগামী ৩০ অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে অবশিষ্ট আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের উদ্যোগে কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে মেটা ও ইউটিউবের বিরুদ্ধে মামলা Jan 28, 2026
img
৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে মার্কিন ডলারের দাম Jan 28, 2026
img
রিয়াল অধ্যায়ের অজানা গল্প বললেন আর্জেন্টাইন তারকা Jan 28, 2026
img
‘ফ্যামিলিওয়ালা’ সিনেমায় শিবপ্রসাদের বিপরীতে স্বস্তিকা-সুদীপ্তা Jan 28, 2026
img
ইরানের দিকে অগ্রসর হচ্ছে আরও এক মার্কিন সামরিক বহর Jan 28, 2026
শুভশ্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান Jan 28, 2026
রাস্তায় রাস্তায় ভোটের কথা: কী বলছে সাধারণ মানুষ? Jan 28, 2026
পড়াশোনা মনে রাখার উপায় | ইসলামিক টিপস Jan 28, 2026
img
স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, পাবনায় বিএনপির চার নেতাকে বহিষ্কার Jan 28, 2026
img
সংগীতশিল্পী সোমনুর মনির কোনালের জন্মদিন আজ Jan 28, 2026
img
ভারতে বিমান বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত Jan 28, 2026
img
ছয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত Jan 28, 2026
img
বরিশালে ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Jan 28, 2026
img
রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি? Jan 28, 2026
img
জন্মদিনে সবার ভালোবাসায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ: মির্জা ফখরুল Jan 28, 2026
img
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, আ.লীগের ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট Jan 28, 2026
img
নেপলসে চেলসি সমর্থকদের সতর্ক থাকার আহ্বান Jan 28, 2026
img
ধানের শীষে ভোট চাইলেন আ.লীগ নেতা Jan 28, 2026
img

ভারতীয় মিডিয়ার প্রতিবেদন

ভারত-পাকিস্তান ম্যাচটি না খেললে পিসিবির সম্ভাব্য ক্ষতি ৩৮ মিলিয়ন ডলার Jan 28, 2026
img
ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান বিধ্বস্ত Jan 28, 2026