বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব পাওয়ার পর থেকে সময়টা ভালো যাচ্ছিল না মেহেদী হাসান মিরাজের। হারের বৃত্তেই আটকে পড়েছিল টাইগাররা। নিজেদের পছন্দের ফরম্যাটে দুর্দশা কিছুটা কেটেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নিলো মিরাজের দল। ১২ ওয়ানডের ১১টিতে হারের পর সিরিজ জিতে সবার কাছে সময় ও সমর্থন চাইলেন মিরাজ।
বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার জন্য অবশ্যই কঠিন সময়। কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, সবার একটু ধৈর্য্য ধরতে হবে। অবশ্যই, আমি মানুষ, ভুল করব। কিন্তু সেই জিনিসটা যদি সবাই সাপোর্ট করে এবং দিনশেষে আমরা দেশের হয়েই খেলি। আমার কাছে মনে হয় সবাই যদি একটু সাপোর্ট করে, সময় দেন, ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারব।’
অধিনায়ক হিসেবে কঠিন সময় গেলেও সামনে ভালো কিছু হবে বলে বিশ্বাস মিরাজের, ‘দেখুন আমরা তো ক্রিকেটার, আমাদের কঠিন সময় আসবে। আমার কাছে একটা জিনিস মনে হয় খারাপ সময়ের পর ভালো সময় আসবে। যে সময়টা আমার গেছে, হয়তো সামনে আরও ভালো সময় অপেক্ষা করছে।’
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র কেউ থাকলে মাঠে সিদ্ধান্ত নেওয়া সহজ হতো দাবি মিরাজের, ‘যদি কোনো সিনিয়র খেলোয়াড় দলে থাকতো তাহলে আমার জন্য জিনিসটা সহজ হয়ে যেত। আমি যখন অধিনায়কত্ব পেয়েছি তখন ওইরকম সিনিয়র কোনো খেলোয়াড়কে পাইনি। রিয়াদ ভাই, মুশফিক ভাই দুজনই অবসর নিয়েছে। তারা দুজনে যদি মাঠে থাকত আমার জন্য কাজটা হয়ে যেত। অনেক সিদ্ধান্তের ক্ষেত্রেও কাজটা সহজ হয়ে যেতো।’
পিএ/এসএন