ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও বলিউড নৃত্যশিল্পী ধনশ্রী বর্মার বিচ্ছেদের পরেও তাদের নিয়ে ফের আলোচনা সামাজিক মাধ্যমে। সম্প্রতি চাহালের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে ফের সরগরম নেটদুনিয়া। দিল্লি হাইকোর্টের এক রায় উল্লেখ করে করা সেই পোস্ট নিয়ে অনেকে মনে করছেন, চাহাল আসলে ইঙ্গিত করেছেন তার প্রাক্তন স্ত্রী ধনশ্রীকে।
চাহাল ইনস্টাগ্রাম স্টোরিতে আদালতের এক রায়ের স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে বলা ছিল, ‘আর্থিকভাবে স্বাবলম্বী স্ত্রী স্বামীর কাছে খোরপোষ (ভরণপোষণ ভাতা) দাবি করতে পারেন না।’ সঙ্গে তিনি লেখেন, ‘মা এর কসম খাও, এই সিদ্ধান্ত থেকে সরবে না।’
তবে পোস্টটি কিছুক্ষণের মধ্যেই মুছে ফেললেও তার স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।
ঘটনার পর অনেকেই চাহালের পোস্টকে তাদের বিচ্ছেদের সময়কার খোরপোশ সংক্রান্ত গুজবের সঙ্গে মিলিয়ে দেখছেন। তখন খবর রটে, ধনশ্রী ৪ কোটি রুপি খোরপোষ দাবি করেছিলেন। যদিও বিষয়টি নিয়ে কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
চাহালের পোস্টে কেউ কেউ ‘সাহসী রসিকতা’ বলে মন্তব্য করেছেন, আবার অনেকে পরামর্শ দিয়েছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে আর না বাড়াতে।
টিজে/টিকে