অন্তর্বর্তী সরকার তিনটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘বর্তমানের বড় দুটি দল ও একটি অনিবন্ধিত দল এই সরকারের সুবিধা ভোগ করছে। এই তিনটি দলের বিশৃঙ্খলার কারণে আজও দুর্নীতি, দখলবাণিজ্য, পদায়ন ও বদলি বাণিজ্য বন্ধ হয়নি। এভাবে যদি চলতে থাকে, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা, তা নিয়ে আমরা শঙ্কিত।’
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থাণে দেশের জনগণ স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম করেলেও বিশৃঙ্খলার কারণে তা হুমকির মুখে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, জুলাই গণ-অভ্যুত্থাণের যে আকাঙ্ক্ষা তা এখনো পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের যে প্রত্যাশা ছিল তা নানা ধরণের বিশৃঙ্খলার কারণে এখন হুমকির মুখে।’
জনগণ দেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আর চায় না জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘হাসিনার আমলে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। দেশের অর্থ লুটপাট করে কানাডা, মালয়েশিয়ায় বেগম পাড়া বানানো হয়েছে। গুম-খুনের এক ভয়াল রাষ্ট্র কায়েম করেছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার। যে কারণে আজ আওয়ামী লীগ ও শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে।
জনগণ আর তাদের চায় না।’
জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবপার্টির সদস্য সচিব ও ঝিানাইদহ-২ আসনে দলটির মনোনীত প্রার্থী হাদিউজ্জামান খোকন।
আইকে/ টিকে