ভারতে নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা হোটেলের ডাইনিং এলাকায় হঠাৎ একটি ইঁদুর দেখা পাওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাটি ঘটেছে ভিসাখাপত্তনমের হোটেলে, যেখানে অস্ট্রেলিয়ান দল অবস্থান করছে। খেলোয়াড়রা ডিনারের সময় টেবিলের কাছে ইঁদুরটি দেখতে পেয়ে চমকে যান। অনেকেই চিৎকার করতে করতে চেয়ারেও উঠে পড়েন।

হোটেল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইঁদুর ধরার চেষ্টা করেন, তবে এটি ঘরে ঘুরতে থাকে এবং পরিস্থিতি আরো উত্তেজনাকর হয়ে ওঠে। ক্রিকেট অস্ট্রেলিয়া পরে একটি মজার ভিডিও প্রকাশ করে, যেখানে খেলোয়াড়রা ঘটনার বর্ণনা দেন। একজন খেলোয়াড় বলেন, ‘আমরা ভাবছিলাম এটি চলে গেছে, কিন্তু এটি আবার ফিরে এলো, এবং সবাই চিৎকার করল।’
এই ঘটনা হোটেলের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যমান নিয়ে প্রশ্ন তুলেছে, যেখানে অস্ট্রেলিয়ান দল টুর্নামেন্ট চলাকালীন অবস্থান করছে।
এবি/টিএ