একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডে বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর মহিলা দলের যৌথসভায় এ মন্তব্য করেন তিনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এত বেশি অপব্যাখ্যার মাধ্যমে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে। এমন পরিস্থিতি মোকাবেলা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ গড়াই হলো আমাদের অঙ্গীকার।
এ্যানি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সমস্ত সাপোর্ট দিতে আপনার এবং পরিবারের পাশে দাঁড়িয়ে আছে ও থাকবে।
পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আরোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ অন্যরা।
আইকে/ টিকে