রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রোসনেফ্ট এবং লুকোইলের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার মাত্র দু’দিনের মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৫ শতাংশেরও বেশি। আন্তর্জাতিক তেলের বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইউক্রেনে যুদ্ধাবসান নিয়ে রাশিয়ার সঙ্গে মতানৈক্যের গত ২২ অক্টোবর দুই রুশ তেল কোম্পানি রোসনেফ্ট এবং লুকোইলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। ট্রেজারি মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারির পরের দিনই দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দুই বৈশ্বিক ব্র্যান্ড ব্রেন্ট এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই)।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ৬৫ দশমিক ৯৯ ডলারে, যা আগের দিন বুধবারের তুলনায় ৩ দশমিক ৪০ ডলার (শতকরা হিসেবে ৫ দশমিক ৪ শতাংশ) বেশি।
আর ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৬১ দশমিক ৭৯ ডলারে, যা আগের দিন বুধবারের তুলনায় ৩ দশমিক ২৯ ডলার (শতকরা হিসেবে ৫ দশমিক ৬ শতাংশ) বেশি।
আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষণ সংস্থা ক্যাপিটাল ইকোনোমিক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ডেভিড অক্সলেই বলেন, “যুক্তরাষ্ট্র রোসনেফ্ট এবং লুকোইলের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, আন্তর্জাতিক বাজারে তার সুদূরপ্রসারী প্রভাব পড়বে। এই নিষেধাজ্ঞা জারি থাকলে আগামী বছর থেকে বাজারে তেলের সরবরাহের ঘাটতিও দেখা দিতে পারে।”
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুসারে ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উত্তোলন ও বিপননকারী দেশ।
সূত্র : রয়টার্স
এমআর/টিকে