বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী। এই আদর্শে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই বাংলাদেশী। বিএনপি কখনো ফ্যাসিস্ট, স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী ভূমিকা নেয়নি। অথচ শেখ হাসিনা গত ১৭ বছর ধরে এমন আচরণই করে আসছেন। যে লোকদের দিয়ে তিনি আমাদের সমাজে নির্যাতন ও অত্যাচার চালিয়েছেন, আজ সেই ব্যক্তিদের সঙ্গ দিচ্ছে একটি বিশেষ ইসলামী দল।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে মহিলা দলের আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে লক্ষ্মীপুর পৌর মহিলা দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একটি ইসলামী দল এখন অপপ্রচারে নেমেছে। তারা এমনভাবে অপব্যাখ্যা দিচ্ছে যে, নিজেদের হাতে যেন বেহেশতের সার্টিফিকেট তুলে নিয়েছে। বেহেশতের হিসাব-নিকাশ এখন নাকি তাদের কাছেই। এমন পরিস্থিতিতেও আমাদের দায়িত্ব হলো আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ গড়া, এটাই আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দল। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের পাশে ছিলাম, আছি, থাকব। আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এ বিশ্বাস নিয়ে সবাইকে তার হাতকে শক্তিশালী করতে গ্রামে-গ্রামে কাজ করতে হবে।
মহিলা দলের পৌর শাখার সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, আহমেদ ফেরদৌস মানিক, রেজাউল করিম লিটন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।
এবি/টিকে