‘জামায়াতের অনেক নেতাকর্মী আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের বেশে আমাদের বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিলে হেলমেট পরে আঘাত করেছে। এখনই তারাই টুপি পরে আবারও আমাদের সম্মেলনে নেতাকর্মীদের ওপর হামলা করে। বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে, সেই ষড়যন্ত্র করে তারা।’
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার দন্তসার দিঘীরপাড়ে আলকরা ইউনিয়নের যুবদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমরা শহীদ জিয়াউর রহমানের সৈনিক, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, চৌদ্দগ্রামে হাজার হাজার জিয়ার সৈনিক তৈরি হয়েছে, কতজনকে আঘাত করবেন। আপনারা আওয়ামী লীগের সঙ্গে ব্যালেন্স রাজনীতি করে ব্যবসা করেছেন। আমরা ব্যালেন্স রাজনীতি করিনি।’
কামরুল হুদা আরো বলেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের বিনা মূল্যে শিক্ষাব্যবস্থা, উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রথম চালু করেছে।
আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহির্বিশ্বে দেশের অপ্রচলিত গার্মেন্টস শিল্প, হিমায়িত খাদ্য, হস্তশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ করেছিলেন। বেকার সমস্যা সমাধানে বিদেশে বাংলাদেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন।’
উপজেলা আলকরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এন এ পাটোয়ারী রবিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত জোবায়েরের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন ফেনী জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন খন্দকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আ. ন. ম সলিমুল্লাহ টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন প্রমুখ।
ইএ/টিকে