শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের বিষয়ে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছন, তদন্ত শেষ না হওয়া এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে অনেকই মনে করেছেন, এইটা নাশকতা কি-না।
তিনি বলেন, সত্যিই নাশকতা হয়ে থাকলে উপযুক্ত বিচার হওয়া উচিত। ফ্যাসিবাদের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করতে তারই অংশ কি-না, তা তদন্তে প্রমাণিত হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শর্মা হাউসের সামনে দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন টুকু।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যেই তারেক রহমান বাংলাদেশে উপস্থিত হবেন। বিএনপির নেতাকর্মীরা উন্মুক হয়ে রয়েছেন, কখন তারেক রহমানকে তারা রিসিভ করবেন ও স্বাগত জানাবেন।’
এসময় জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
টিজে/টিকে