কাশ্মীরের নারীদের ধর্ষণ করা উচিত: ভারতের সাবেক সেনাপ্রধান

কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের তাড়িয়ে দেয়ার প্রতিশোধ হিসেবে সেখানকার নারীদের ধর্ষণ করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল এসপি সিনহা। খবর এনডিটিভির।

ভারতের একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে সোমবার তিনি  বিতর্কিত এ মন্তব্য করেন।

সাবেক এই সেনাপ্রধান বলেন, '৯০-এর দশকে কাশ্মীরে হিন্দু পণ্ডিতরা নির্যাতনের ভয়ে উপত্যকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। তারা জম্মু কিংবা তার আশপাশের এলাকায় নিরাপত্তার জন্য বসতি স্থাপন করেন। ভূস্বর্গের সঙ্গে কার্যত যোগাযোগ ছিন্ন হয় তাদের। কিন্তু গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ায় কাশ্মীরি পণ্ডিতরা উপত্যকায় ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছেন।

এই বিষয় নিয়েই সোমবার হিন্দি ভাষার টেলিভিশন চ্যানেল টিভি৯ এ লাইভ বিতর্ক অনুষ্ঠান চলছিল। অতিথি হিসেবে আরও কয়েকজনের সঙ্গে ছিলেন ভারতের সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল এসপি সিনহা।

নিজের মতপ্রকাশ করতে গিয়ে এসপি সিনহা বলেন, 'খুনের বদলা খুন, ধর্ষণের বদলা ধর্ষণ। এভাবেই উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়নের প্রতিশোধ তুলতে হবে।’

এ কথা শোনামাত্র অনুষ্ঠানের সঞ্চালক তাকে সংযত মন্তব্য করার অনুরোধ জানান। আর এতে ক্ষেপে যান অন্য অতিথিরা। কিন্তু নিজের বক্তব্যে অনড় থাকেন সিনহা। তার এ মন্তব্য ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়েছে গোটা ভারতে।

 

টাইমস/এসআই

Share this news on: