দেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষদের বেহেশতের লোভ দেখিয়ে একটি দল নিজেদের প্রচার প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস. এ. জিন্নাহ কবির। তিনি বলেন, ‘মাথায় ঘোমটা দিয়ে, বোরকা পড়ে, হাতে তজবী নিয়ে আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে। আমাদের তরুণ সমাজকে প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ধর্ম ব্যবসায়ী জামায়াতে ইসলামীর এমন প্রতারণা এখন কেউ আর বিশ্বাস করবে না। আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাবলিক লাইব্রেরি মাঠে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জিন্নাহ কবির বলেন, ‘ভাগ্য পরিবর্তনে ন্যায্য দামে সার, বীজ, কীটনাশক কিনে কৃষকরা যেন ফসল উৎপাদনের করতে পারে এবং সঠিক মূল্যে উৎপাদিত ফসল বিক্রি করতে পারে তার সব এই ৩১ দফার একটিতে আছে। এ ছাড়া প্রতিটি কৃষক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা দিয়ে কৃষকরা ন্যায্য দামে কৃষি পণ্য উৎপাদনের সামগ্রী সারা বছর ক্রয় করতে পারবেন।
তিনি আরো বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান নিজে গত ১৮ তারিখ আমাকে এই নির্বাচনি এলাকায় ধানের শীষের বিজয়ের জন্য নানা পরামর্শ দিয়েছেন। তিনি ফোনে একাধিকবার বলেছেন, আপনার নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে শান্ত রাখবেন এবং জনগণের পাশে থাকবেন।’
উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী খানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন— জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সাঈদ ছানোয়ার, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ বেপারি, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ ও সাংগঠনিক সম্পাদক অয়ন খানসহ প্রমুখ।
ইউটি/টিএ