বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আবারও আলোচনা তৈরি করলেন তাঁর সোজাসাপ্টা মন্তব্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি কখনওই সেই ধরনের নায়িকা নন, যে শুটিং সেটে চুপ করে বসে থাকবে। তাঁর ভাষায়, “আমি যা ভাবি, তাই বলি। এই জন্য লোকে আমায় অহংকারী ভাবে।”
প্রকাশ্যেই নিজের ব্যক্তিত্বের স্বরূপ তুলে ধরে কাজল জানান, শুরু থেকেই তিনি মুক্ত কণ্ঠে কথা বলতে বিশ্বাসী। তাঁর মতে, একজন অভিনেত্রীর শুধু ক্যামেরার সামনে সাহসী হওয়াই যথেষ্ট নয়, বাস্তব জীবনেও নিজের অবস্থান জানানোর ক্ষমতা থাকা উচিত।
কাজলের স্পষ্টভাষী স্বভাববলয় বলিউডে আগেও আলোচনার জন্ম দিয়েছে। মাঝে মধ্যেই বিতর্ক ছড়ালেও তিনি কখনওই নিজেকে বদলানোর চেষ্টা করেননি। বরং দাবি করেছেন, মতপ্রকাশের স্বাধীনতা তাঁর কাছে অভিনয়ের মতোই গুরুত্বপূর্ণ।
এই মন্তব্যকে ঘিরে নেটদুনিয়ায় ইতোমধ্যেই প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। কেউ তাঁর সাহসকে সাধুবাদ জানাচ্ছেন, আবার কেউ মনে করছেন, এই সরাসরি ভঙ্গিই প্রায়শই তাঁকে ভুল ব্যাখ্যার শিকার করে তোলে। তবে কাজল যে নিজের অবস্থানে অনড় তা আবারও স্পষ্ট হয়ে গেল।
এমকে/টিকে