প্রায় দুই দশকের দাম্পত্য ভাঙনের ধাক্কা, মাটৃবিয়োগ একের পর এক ব্যক্তিগত ঝড়ে ভেঙে পড়ার বদলে নতুন করে নিজেকে গুছিয়ে নিয়েছেন নীলাঞ্জনা শর্মা। দুই মেয়ে সারা ও জারাকে আঁকড়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। প্রযোজক হিসেবে সদ্য নতুন ধারাবাহিকের কাজ সামলাচ্ছেন নিজস্ব দক্ষতায়। অন্যদিকে যিশু সেনগুপ্ত ব্যস্ত কলকাতা ও মুম্বইয়ের কাজ একসঙ্গে সামলে। তবে বিচ্ছেদের আনুষ্ঠানিক কিছু ঘোষণা না এলেও, তাঁদের ব্যক্তিগত দূরত্ব নিয়ে আজও টলিপাড়ায় কানাঘুষো থামেনি।
শোনা যাচ্ছে, যিশু নতুন সম্পর্কে জড়িয়েছেন। আবার কেউ কেউ অভিযোগ তুলেছেন, নীলাঞ্জনার নাকি ‘কন্ট্রোল ফ্রিক’ স্বভাবই নাকি দূরত্বের কারণ। যদিও কোনওদিনই মুখ খোলেননি অভিনেতা দম্পতি। ঠিক সেই অভিযোগের প্রেক্ষিতে এবার সোশ্যাল মিডিয়ায় মজার ভঙ্গিতে মন্তব্য করে সরগরম করলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
ভাইফোঁটার দিন নীলাঞ্জনার ঘরোয়া আড্ডার কিছু ছবি ভাগ করে নিয়ে রাহুল লেখেন, “সত্যি বলছি খুব বাজে পার্টি। নীলাঞ্জনাদি কিছুতেই আমার কোনও অসুবিধে হতেই দিচ্ছে না। বড্ড কন্ট্রোল ফ্রিক।” এই রসিক ক্যাপশন নিয়েই জল্পনা চড়ছে টলিউডে মজার ছলে কি যিশুকে ইঙ্গিত করলেন রাহুল? নাকি সরাসরি নীলাঞ্জনার সমালোচকদের উদ্দেশেই এই পালটা বার্তা?
ছবিতে নীলাঞ্জনার হাসিমুখে নির্ভার উপস্থিতি, পাশে সারা-জারা-যেন স্পষ্ট, ঝড় থেমেছে, নিজের গতিতে জীবনের পথ এগোচ্ছে নতুন সুরে। আর একই সঙ্গে, টলিপাড়ায় ফের গসিপের তাপমাত্রা বেড়ে গেছে কয়েক গুণ।
এমকে/টিকে