মাত্র ২৫ বছর বয়সে রাজধানীর ‘ইস্কাটন প্লাজার’ নিজ ফ্ল্যাটে সালমান শাহের অকাল প্রয়াণের খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল ঢালিউডসহ গোটা দেশ। শোকের ছায়া নেমে এসেছিল দেশজুড়ে। এই তারকার মৃত্যুর দিন তার পাশের বাসাতে ছিলেন বলে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।
সালমান শাহর মৃত্যুর ২ বছর পর ১৯৯৮ সালে একটি চায়ের বিজ্ঞাপনের মডেল হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন দীপা। এর পর থেকে নিয়মিত নাটকে অভিনয় করতে শুরু করেন।
সম্প্রতি নায়কের মৃত্যুর দিনের কথা স্মরণ করে সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি জানিয়েছেন দীপা। এ সময় তিনি বলেন, ‘সালমান শাহ যেদিন মারা যান আমি কিন্তু তার পাশের বাসাতেই ছিলাম। মানে তখন ইস্কাটনেই ছিলাম।’
এরপর দীপা খন্দকার বলেন, ‘আপনারা অনেকেই জানেন, আমি ১৯৯৪ সাল থেকে সালমান শাহর বাসার পাশেই ইস্কাটন গার্ডেনে থাকতাম। নায়কের মৃত্যুর খবর যখন সব জায়গায় ছড়িয়ে পড়ে তখন প্রথমবার জানতে পারি যে আমার বাসার পাশেই একজন সুপার হিরো থাকতেন।’
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘ ২৯ বছর পর তার অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়।
এ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।
অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।
ইএ/টিকে