আওয়ামী লীগের যারা নিরীহ কিন্তু দুষ্ট নয়, তাদের কাছে টেনে জায়গা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ। তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়ে যায়।
প্রশংসার সঙ্গে কড়া সমালোচনাও দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগকে জায়গা দেওয়া এটা কি রাজনৈতিক দুর্বলতার প্রকাশ? আবার কেউ বলছেন, মানবিক দৃষ্টিভঙ্গি ভালো, কিন্তু বাস্তব রাজনীতিতে এটি বিভ্রান্তি তৈরি করতে পারে।
শনিবার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক বর্ধিত সভা ও নির্বাচনী আলোচনায় ইউনিয়ন বিএনপির নেতাদের এমন বার্তা দেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে আব্দুল হামিদ বলেন, আজকে আওয়ামী লীগ নাই। তাদের রাজনীতি করারও সুযোগ নাই। অনেকেই আছেন যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল কিন্তু অন্যান্য নেতাদের মতো খারাপ বা দুষ্ট ছিল না। আপনারা তাদের সবােইকে কাছে টেনে নেবেন। না হলে তারা যাবে কোথায়? তাদের যাওয়ার একটা জায়গা তো দিতে হবে।
তিনি বলেন, হিন্দু ভাইয়েরা কোথায় যাবে? তাদেরকেও জায়গা দিতে হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) কাছে। মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য ইতোমধ্যে তিনি প্রথম ট্রাস্টি বোর্ডে নির্বাচন করে দিয়েছেন এক হিন্দু মানুষকে, যার নাম সত্যজিৎ কুন্ডু এবং এই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ইতোমধ্যে ৯ কোটি টাকার অনুদান এসেছে শুধু মন্দিরের জন্য। এগুলো সবই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবদান।
তবে তার এই বক্তব্য নিয়ে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আলিফ নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, বিএনপি নেতার এমন মানবিক আহ্বান বিরল। তবে মাঠের রাজনীতি আলাদা, কথা বলে নয়, কাজে প্রমাণ করতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, মানবিক দৃষ্টিকোণ ভালো, কিন্তু কিছু মানুষের কাছে এটা বিভ্রান্তিকর এবং রাজনৈতিক কমজোরি হিসেবে ধরা হতে পারে। যারা ১৫ বছর আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিয়েছে তাদের কেন আমরা জায়গা দেবো। আমাদের কি নেতাকর্মীর অভাব?
ইউটি/টিএ