নোয়াখালীর আঞ্চলিক গানের জনক, বরেণ্য গীতিকার ও সুরকার অধ্যাপক মোহাম্মদ হাশেমের তিনটি জনপ্রিয় গান নতুন আঙ্গিকে উপস্থাপন করে প্রকাশিত হলো বর্তমান প্রজন্মের তারকা শিল্পী সাজিয়া সুলতানা পুতুলের অ্যালবাম ‘ও রসিক তালতো ভাই’।
রাজধানীর ধানমন্ডি ক্লাবে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এক জমকালো আয়োজনে আমন্ত্রিত অতিথিদের নিয়ে অ্যালবামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাজিয়া সুলতানা পুতুল ও সংগীত পরিচালক সৈয়দ রেজা আলী।
চ্যানেল হাশেম মিউজিকের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধানমন্ডি ক্লাবের সভাপতি হাবিব উল্যাহ বাবুল। তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ হাশেমের লেখা হাজারো গান শুধু নোয়াখালীর আঞ্চলিক সংগীত নয়, এটি বাংলাদেশের লোক সংগীত ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তার লেখা ও সুরে লোকজীবনের আবেগ-অনুভুতির প্রতিচ্ছবি ফুটে ওঠে। এই অ্যালবাম প্রকাশের মাধ্যমে নোয়াখালীর আঞ্চলিক গানের জনক মোহাম্মদ হাশেমের গান নতুন প্রজন্মের কাছে আরও সহজলভ্য হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথি ও আয়োজকরা।
অনুষ্ঠানে হাশেম মিউজিকের পক্ষ থেকে ধানমণ্ডি ক্লাব সভাপতি হাবিব উল্যাহ বাবুল, শিল্পী সাজিয়া সুলতানা পুতুল এবং সংগীত পরিচালক সৈয়দ রেজা আলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক সানজিদা সুলতানা।
হাশেম মিউজিকের পরিচালক মুস্তফা মনওয়ার সুজনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশের একটি গণমাধ্যমর সিনিয়র রিপোর্টার শাহরিয়ার বাঁধন। এ আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন দেশের একটি গণমাধ্যমের বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম, প্রকৌশলী নিজাম উদ্দিন হৃদয়, সংগীত শিল্পী ও পরিচালক এফ এ প্রিতম, সাংবাদিক আশরাফ ঢালী ও আরিফ সম্রাট।
পুতুলের নতুন এ অ্যালবামের গানগুলো হলো—ও রসিক তালতো ভাই, আঙ্গোবাড়ি নোয়াখালী রয়াল ডিস্টিক ভাই এবং হাইদলে বউ ভাত খায় না। সংগীত পরিচালনা করেছেন সৈয়দ রেজা আলী। ইউটিউব চ্যানেল 'হাশেম মিউজিক'-এর জন্য অ্যালবামটি নির্মাণ করেছেন মুস্তফা মনওয়ার সুজন।
ইউটি/টিএ