‘ওয়ার ২’-এর মিশ্র প্রতিক্রিয়ার পর যেন বড় ধাক্কা খেয়েছে যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) বহু প্রতীক্ষিত স্পাই ইউনিভার্স। তবে এখানেই থেমে যাচ্ছেন না প্রযোজক আদিত্য চোপড়া। জানা গেছে, গোটা ফ্র্যাঞ্চাইজিকে নতুন করে উজ্জীবিত করতে তিনি নিচ্ছেন একের পর এক সাহসী সিদ্ধান্ত। আর সেই পরিকল্পনার বড় চমক ফের ফিরছেন শাহরুখ খানের ‘পাঠান’।
আলিয়া ভাট, শর্বরী ওয়াঘ, ববি দেওল ও অনিল কাপুর অভিনীত আসন্ন স্পাই থ্রিলার ‘আলফা’কে ওয়াইআরএফ ইউনিভার্স পুনরুজ্জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। ছবিতে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে হৃতিক রোশনকে ‘এজেন্ট কবির’ চরিত্রে। কিন্তু সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে শাহরুখ খানের সম্ভাব্য উপস্থিতি নিয়ে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আদিত্য চোপড়া নিজেই শাহরুখকে ফোন করে ‘আলফা’-তে একটি বিশেষ উপস্থিতির অনুরোধ জানিয়েছেন, যা সরাসরি সংযুক্ত থাকবে ‘পাঠান ২’-এর গল্পের সঙ্গে। সূত্রের ভাষায়, “আদিত্য শাহরুখের জন্য এমন একটি সিকোয়েন্স লিখেছেন যা পরের পাঠান সিনেমার ভিত্তি তৈরি করবে। তবে বর্তমানে ‘কিং’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় শাহরুখ কিছুটা সময় চেয়েছেন।”
সব কিছু ঠিকঠাক চললে নভেম্বরে নিজের অংশের শুটিং শেষ করবেন শাহরুখ। ধারণা করা হচ্ছে, তাঁকে দেখা যেতে পারে ছবির এক্সপ্লোসিভ এন্ড-ক্রেডিট দৃশ্যে। পাশাপাশি, সালমান খানের ‘টাইগার’-কেও যুক্ত করার পরিকল্পনা চলছে, তবে চিত্রনাট্যের শক্তি না বাড়ালে সেই পরিকল্পনা এগোবে না বলে জানিয়েছে সূত্র।
শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ আগামী বড়দিনে মুক্তি পাওয়ার কথা। যদি শাহরুখের পাঠান সত্যিই ফেরে, তবে একঝলকেই ফের শীর্ষে ফিরে যেতে পারে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স।
এবি/টিকে