জামায়াতের নতুন আমিরের নাম জানা যাবে নভেম্বরেই

ডিসেম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে। এরআগে, নভেম্বরেই নতুন আমিরের নাম ঘোষণা করা হবে।

রোববার (২৬ অক্টোবর) দেশের একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আমির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।

সবগুলো জেলা ইউনিটের রুকন সম্মেলনে চলা ভোটগ্রহণ চলতি মাসেই শেষ হলেই নতুন আমিরের নাম চূড়ান্ত হয়ে যাবে বলেও জানান তিনি।

দলীয় সূত্র জানায়, প্রতিষ্ঠার পর বিগত সরকারের শেষ দেড় দশক জামায়াত সবচেয়ে দুঃসময় কাটিয়েছে। তবে ২৪ এর গণঅভ্যুত্থানের পর স্বস্তিতে রয়েছে দলটি। ইতোমধ্যে আবির্ভূত হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে। এরই মধ্যে গুঞ্জন উঠেছিল আগামী ডিসেম্বরে নির্বাচন করা হবে দলটির নতুন আমির।

তবে একমাস এগিয়ে এনে সেই সময় নির্ধারণ করা হয়েছে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ।

আমির নির্বাচন সংক্রান্ত কমিটির প্রধান এটিএম মাসুম বলেন, প্রতিটি জেলায় রুকন সম্মেলনের মাধ্যমে আমির পদের চলমান ভোটগ্রহণ এ মাসে শেষ হওয়ার কথা। জেলার দায়িত্বশীলদের গণনাকৃত ভোটের ফল একীভূত করে প্রকাশ করা হবে।

এদিকে দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তিন বছর মেয়াদ শেষ হওয়ার আগে ৪/৫ মাস ধরে অভ্যন্তরীণভাবে একটা প্রস্তুতি নেয় জামায়াত।

যখন আমিরে জামায়াত নির্বাচনের সিদ্ধান্ত হয় তখন কেন্দ্রীয় মজলিসে শূরা একটা প্যানেল করে। শূরা সদস্যদের গোপন ভোট হয়, সর্বোচ্চ ভোট পাওয়া তিন জনকে এই প্যানেলে রাখা হয়।

এই তিন জনের নাম সারাদেশে যত পুরুষ এবং নারী রুকন সদস্য আছেন, তাদেরকে জানানো হয়। আগামী তিন বছরের জন্য এই তিন জনের মধ্য থেকে যেকোনো একজনকে আমিরে জামায়াত হিসেবে ভোট দিতে পারেন রুকন সদস্যরা। ভালো মনে করলে প্যানেলের বাইরেও যেকোনো একজনকে ভোট দেয়া যায়। সেই স্বাধীনতাও একজন রুকনের আছে। রুকনরা তাদের বিবেচনায় ভোট দেন। যিনি সর্বোচ্চ ভোট পান তিনি আমিরে জামায়াত নির্বাচিত হন।

বর্তমানে সারা দেশে জামায়াতে ইসলামীর কতজন রুকন আছে? জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রতি তিন মাস পরপর আমাদের জেলা এবং মহানগর থেকে রিপোর্ট আসে। সেটা আমরা যোগ করি। সেই হিসেবে বর্তমানে আমাদের রুকনের সংখ্যা ১ লাখ ৫ হাজারের একটু বেশি হবে।

জামায়াতের আমির প্যানেলে কারা আছেন
জামায়াতে ইসলামীর একটি সূত্র দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছে, এরই মধ্যে আমির নির্বাচনের দুটি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে। যেটির একটিতে আছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলামের নাম। অন্য প্যানেলটিতে এটিএম আজহারের পরিবর্তে আছেন বর্তমান আরেক নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নাম।

জামায়াতের বর্তমান আমির ডা. শফিকুর রহমান। তিনি দ্বিতীয় মেয়াদে এই দায়িত্ব পালন করছেন। নতুন আমির নির্বাচনের যে দুটি সম্ভাব্য প্যানেলের আলোচনা শোনা যাচ্ছে সেগুলোতে তার নামও আছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিদেশিদের স্বার্থকে প্রাধান্য দেবে এমন কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: নার্গিস বেগম Dec 12, 2025
img
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন চেয়ে মশাল মিছিল Dec 12, 2025
img
তফসিলকে স্বাগত জানিয়ে বরিশালে জামায়াতের মিছিল Dec 12, 2025
থাই–কম্বোডিয়া উত্তেজনা, ট্রাম্প কি আবার শান্তি আনতে পারবেন? Dec 12, 2025
বিক্ষোভের মুখে বুলগেরিয়ার সরকার পতন Dec 12, 2025
ভোটার তালিকা সংশোধনী নিয়ে বিজেপির উদ্দেশ্যে কঠোর বার্তা মমতা ব্যানার্জির Dec 12, 2025
সাবেক দুই উপদেষ্টার বিচার দাবিতে যা বললেন তৃণমূল এনসিপির নেতা Dec 12, 2025
আফগান সন্ত্রাস নিয়ে কঠোর পাকিস্তান-যুক্তরাষ্ট্র,ভিন্ন পথে ভারত Dec 12, 2025
img
বিচার চাই, আমি ফুটফুটে একটা সন্তান হারিয়েছি: ছোট্ট সাজিদের বাবা Dec 12, 2025
সিরিয়ার সঙ্গে যুদ্ধের হুমকি ইসরায়েলি মন্ত্রীর Dec 12, 2025
মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলা নিহত ৩১ Dec 12, 2025
সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করলেন প্রধান বিচারপতি Dec 12, 2025
১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচন ও গণভোট Dec 12, 2025
সব অপেক্ষার পালা শেষ! এবার নির্বাচনের ডামাডোল Dec 12, 2025
ভাইরাল নাচে অক্ষয়ের বাবা বিনোদের ছায়া Dec 12, 2025
বছর চারেকের অপেক্ষা শেষে ‘নূর’ দর্শকের হাতে Dec 12, 2025
বিপিএলে কাঁপায় দিতে হইবো, ক্রিকেট আবেগের জায়গা : পলাশ Dec 12, 2025
img
আজ অনুষ্ঠিত হবে মেডিক্যাল ভর্তি পরীক্ষা Dec 12, 2025
img
পদত্যাগ করলেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার Dec 12, 2025
img
আমরা রাজনীতির মাঠে ফুটবল হতে আসিনি, প্লেয়ার হয়ে এসেছি: নুর Dec 12, 2025