জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) লেভেল প্লেয়িং ফিল্ড তো পরের কথা কোনভাবেই নূন্যতম সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পারঙ্গম নয়। দ্বিদলীয় ভাগাভাগির মাধ্যমে ইসি তার সকল নিরপেক্ষতা হারিয়েছে।
রোববার (২৬ অক্টোবর) রাতে সিইসির বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রতিক্রিয়ায় সামান্তা শারমিন এসব কথা বলেন।
তিনি বলেন, সিইসি বলেছেন কনসেনশাস ছাড়া সিদ্ধান্ত নেন না কিন্তু কন্সেনশান কমিশন চলাকালীন কিভাবে তারা জাতীয় ঐকমত্যকে পাশ কাটিয়ে যেতে পারেন তা বোধগম্য নয়। নাগরিক ঐক্য দল হিসেবে শাপলা প্রতীক পাওয়ার জন্য যথেষ্ট কমিটমেন্ট দেখাননি। ১৫ দিন আগের কোনো মিটিংকে আলোচনায় তোলা মানে নিজেদের দুর্বলতাকে ঢাকার জন্য অন্য কোনো পক্ষের ওপর দায় চাপানো।
ইএ/টিএ