চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে ছাগলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর হাসান জীবন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের কাউন্সিল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জীবন দামুড়হুদা উপজেলার পারকেষ্টপুর মদনা গ্রামের পশ্চিমপাড়ার সেলিম উদ্দিনের ছেলে। তিনি দর্শনা সরকারি কলেজের ছাত্র ছিলেন এবং সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
নিহতের বাবা সেলিম উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের দোকানের মালামাল কিনে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। মালামালগুলো ভ্যানে ছিল এবং তার পিছন পিছন আসছিল। হঠাৎ একটি ছাগল রাস্তা পার হতে গেলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইয়াসমিন জানান, দুপুরে জীবন আহমেদ নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএ/টিএ