আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১০ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণমিছিল করেছে বিএনপি।
রোববার (২৬ অক্টোবর) বিকালে নিউমার্কেট ১ নম্বর গেট থেকে শুরু হয়ে মিছিলটি ধানমন্ডি ২৭ নম্বর রোডের রাপা প্লাজার সামনে এসে শেষ হয়।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের নেতৃত্বে অনুষ্ঠিত এ গণমিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। মিছিল জুড়ে ছিল ‘গণতন্ত্রের মুক্তি চাই’ ও ‘ধানের শীষে ভোট দিন’-এমন স্লোগান।
সংক্ষিপ্ত সমাবেশে ব্যারিস্টার অসীম বলেন, উপদেষ্টাদের মধ্যে কেউ যদি নির্বাচনে অংশ নিতে চান, তবে অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত। তিনি অভিযোগ করেন, সরকারের কিছু উপদেষ্টা গোপনে নানা প্রকল্প অনুমোদন করিয়ে জনগণের সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন-যা জনগণ ভালোভাবে দেখছে না।
তিনি আরও বলেন, জনগণের কাতারে নেমে আসুন, তাদের রায়ের মাধ্যমে নিজের জনপ্রিয়তা প্রমাণ করুন। ধানের শীষের পক্ষে দেশের মানুষ আবারও জেগে উঠছে।
টিজে/টিকে