আমজনতার সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, জামায়াতি ষড়যন্ত্রে আন্তর্জাতিক আদালতের ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, ‘এর চেয়ে পাড়ার মেম্বার ভালো বিচার করতে পারেন।’ আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।
মো. তারেক রহমান বলেন, ‘আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া ও শেখ হাসিনার নকল আইনজীবী বিষয়টি গতরাতে প্রমাণ দিয়েছি। হয় শেখ হাসিনার কোনো আইনজীবীই থাকবে না, না হয় তার দেওয়া আইনজীবী থাকবে। জেড আই খান পান্না স্বেচ্ছায় আইনজীবী হতে চাইলেও তাকে হতে দেয় নাই। ন্যায়বিচারে ভয় কিসের, কারো ক্ষমতা আছে জুলাইয়ে এত বড় ঘটনা ভুল প্রমাণিত করবে?’
তিনি বলেন, ‘একজন আইনের ছাত্র হিসাবে আমি মনে করি, জামাতের ঠিক করে দেওয়া নকল আইনজীবী আর গণ-অভ্যুত্থানের মামলা নিয়ে বিচারস্থলে হাসি তামাশা বিচারকে প্রশ্নবিদ্ধ করে। জুলাই মামলাকে ভেলকা বানিয়েছে জামায়াতিরা।
তারেক রহমান আরো বলেন, ‘আসিফ নজরুল স্যার একটা তথ্য দিলেন এক দিনে ৮০০ মানুষকে জামিন দিয়েছে একটি বিচারিক বেঞ্চ। ৫ ঘণ্টায় ৮০০ মানুষকে জামিন দিলে, প্রতি জামিন শুনানিতে কত মিনিট সময় দিয়েছেন? ৫ ঘণ্টায় ৩০০ মিনিট হলে প্রতি শুনানির জন্য সময় নিয়েছেন ৩৭ সেকেন্ড। জামায়াতিরা বলছে তাদের যোগ্যতা আছে, তাই ওরা বিচারালয় দখল করেছে। আমি বলছি আইজিপি মামুন কত টাকা দিয়েছে জামায়াতকে?’
এসএস/টিকে