চলছে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের খেলা। তৃতীয় দিনের খেলা আজ সোমবার শেষ হয়েছে। আর এদিন বল হাতে এক ইনিংসে ৯ উইকেট শিকার করেছেন ময়মনসিংহ বিভাগের স্পিনার রাকিবুল ইসলাম।
গতকাল দ্বিতীয় দিনেই ৫ উইকেট নিয়ে রেখেছিলেন রাকিবুল হাসান। বাঁহাতি এই স্পিনার আজ আরও নিলেন চারটি উইকেট। সিলেট বিভাগের বিপক্ষে ১৬৮ রানে ৯ উইকেট নিয়েছেন ময়মনসিংহ বিভাগের এই স্পিনার।
এমন বোলিংয়ের পর রাকিবুল জানালেন, ভালো পারফরম্যান্স করার জন্য যা যা করা প্রয়োজন তিনি সেটাই করছেন।
জাতীয় দলে সুযোগের প্রশ্নে গণমাধ্যমকে রাকিবুল বলেন, ‘আমি এতদূর (জাতীয় দল) চিন্তা করি না। আমি সবসময় বলে থাকি আমি টিম প্লেয়ার। আমি যখন যেই দলের জন্য খেলি সেরাটা দেয়ার চেষ্টা করি। এটাই আমার কাজ। আমার কাজ পারফরম্যান্স করা এবং পারফরম্যান্সের জন্য যা যা করার প্রয়োজন সব চেষ্টা করছি। জাতীয় দলের কথা হলো যারা দায়িত্বে আছে নির্বাচকরা এটা তাদের হাতে। আমার কাজ হলো পারফরম্যান্স করা, এটা করতেছি আলহামদুলিল্লাহ।’
রাকিবুল আরো বলেন, ‘অবশ্যই, অনুপ্রাণিত করে কারণ ওরা-আমরা একসাথে ছিলাম। অনেকে আছে আমার ব্যাচের। সুতরাং ওদের জন্য দোয়া করি সবসময়। যখন খেলা হয় খেলাও দেখি। আলহামদুলিল্লাহ ওরা ভালো করতেছে, দেখে ভালো লাগে।’