সৈয়দপুরে বিমানবন্দর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এই বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে এবং ঢাকাগামী বিমানের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা গত ৮ সেপ্টেম্বর শিক্ষক ফোরাম -এর ব্যানারে ১৬ দফা দাবিতে বিদ্যালয়ের সভাপতি শাফিয়ার রহমানকে লিখিত আবেদন দেন। দাবিগুলোর মধ্যে ছিল পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগ ও প্রফিডেন্ট ফান্ড চালু করা। কিন্তু সভাপতি বিষয়টি গুরুত্ব না দিয়ে উল্টো দুই জ্যেষ্ঠ শিক্ষককে শোকজ নোটিশ দেন।

এ ঘটনায় শিক্ষকরা ২১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে সভাপতির নিয়োগ বাণিজ্য ও পাঁচ লাখ টাকা আত্মসাতসহ একাধিক দুর্নীতির বিষয় উল্লেখ করা হয়। পরে ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করলে ইউএনওর হস্তক্ষেপে সভাপতি শফিয়ার রহমান ও অধ্যক্ষ মশিউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়।

একই সভায় ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীকে কলেজ পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি এবং জ্যেষ্ঠ শিক্ষক মজিবর রহমান চৌধুরী মুকুলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ঘোষণা করেন লায়ন্স ক্লাব সভাপতি জাকির হোসেন মেনন। তবে সেই সিদ্ধান্তের অনুমোদন প্রক্রিয়া আটকে আছে বলে অভিযোগ উঠেছে। যার ফলে সেপ্টেম্বর মাসের বেতন–ভাতা বন্ধ হয়ে গেছে শিক্ষক-কর্মচারীদের।

লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রবিউল ইসলাম বলেন, বিদ্যালয়টি লায়ন্স ক্লাব দ্বারা পরিচালিত হয়। সভাপতি ও অধ্যক্ষ দীর্ঘদিন দায়িত্বে থেকে নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন। আমরা প্রতিবাদ করায় বেতন বন্ধ করে দিয়েছেন। আরেক শিক্ষক আসাদুজ্জামান স্বাধীন বলেন, লায়ন্স ক্লাবের সভাপতি ১৭০ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ রেখেছেন। প্রশাসনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। পরিবার নিয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি।

শিক্ষার্থী মাহিম বলে, আমাদের শিক্ষকদের বেতন দিতে হবে, সব দাবি মেনে নিতে হবে। শিক্ষকদের দাবি না মানা হলে বিক্ষোভ চলমান থাকবে। 

শিক্ষার্থী সুমাইয়ার দাবি, অনিয়ম-দুর্নীতি করে শিক্ষকদের ওপর অত্যাচার চলছে। আমরা সড়ক অবরোধ করেছি সভাপতি ও অধ্যক্ষকে অপসারণের দাবিতে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেনন বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025
img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025
img
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্যামিও চরিত্রে আসছেন রোনালদো, ইঙ্গিত ভিন ডিজেলের Dec 14, 2025